রাধাকৃষ্ণ করোঁ ধ্যান স্বপনে না বলো আন
প্রেম বিনু আন নাহি চাঙ।
যুগল কিশোর প্রেম লোকমাঝে যেন হেম
আরতি পিরিতি রসে ধাঙ।।
জল বিনু যেন মীন দুঃখ পায় আয়ুহীন
প্রেম বিনু এই মত ভক্ত।
চাতক জলদ গতি এমত একান্ত রতি
জানি সেই যেই অনুরক্ত।।
মরন্দ্র ভ্রমরা যেন চকোর চন্দ্রিকা তেন
পতিব্রতা জনে যেন পতি।
অন্যত্র না চলে মন যেন দরিদ্রের হেম
এই মত প্রেমভক্তি রতি।।
বিষয় গরল ময় তাহে মানে সুখচয়
সে না সুখ দুঃখ করি মান।
গোবিন্দ-বিষয়-রস সঙ্গে করি তার দাস
প্রেমভক্তি সত্য করি মান।।
মধ্যে মধ্যে আছে দুষ্ট দৃষ্ট করি হবে রুষ্ট
গুণ বিগুণ করি মানে।
গোবিন্দ বিমুখ জন স্ফূর্তি নহিলে ধন
লৌকিক করিয়া সে জানে।।
অজ্ঞানী বিমুগ্ধ যত নাহি লয় সত মত
অহঙ্কারে না জানে আপনা।
অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দীন
বৃথা তার অশেষ ভাবনা।।
আর সব পরিহরি পরম ঈশ্বর হরি
সেব মনে প্রেম করি আশা।
এক ব্রজরাজেশ্বর গোবিন্দ রসিকবর
করহ সদাই অভিলাষা।।
নরোত্তম দাস কহে মোর প্রাণ সদা দহে
হেন ভক্ত সঙ্গ না পাইয়া।
অভাগ্যের নাহি ওর মিছাতে হইনু ভোর
দুঃখ রহু অন্তরে জাগিয়া।।