রাধাকৃষ্ণ সেবঁ মুঞি জীবনে মরণে।
তাঁর স্থান তাঁর লীলা স্মরঁ রাত্রিদিনে ।।
যেখানে যে লীলা করে যুগল কিশোর।
সখীর সঙ্গিনী হঞা তাহে হব ভোর।।
শ্রীরূপমঞ্জরী পদ সেবঁ নিরবধি।
তাঁর পাদপদ্ম মোর মন্ত্র ঔষধি।
শ্রীরূপমঞ্জরী সখি মোরে কর দয়া।
অনুক্ষণ দেহ মোরে পাদপদ্ম ছায়া।।
শ্রীরূপমঞ্জরী দেবি কর অবধান।
অনুক্ষণ করোঁ তুয়া পাদপদ্ম ধ্যান।।
বৃন্দাবনে নিত্য নিত্য যুগল বিলাস।
সেই সেবা মাগে নিত্য নরোত্তম দাস।।