“হেদেহে নাগর চতুর শেখর
সবারে করিবে পার।
যাহা চাহ দিব ও পার হইলে
তোমার শুধিব ধার।।
মনে না ভাবিহ তোমার মজুরী
যে হয় উচিত দিয়ে।
তবে সে গোপিনী যত গোয়ালিনী
যাবত ও পার হয়ে।।”
হাসি কহে কানু করে লয়ে বেণু
“শুনহ সুন্দরী রাধা।
তোমা পার করি দিতে সে আমার
তিলেক নাহিক বাধা।
তবে করি পার ও পারে রাখিব
শুন গোয়ালিনী যত।
ও পার হইলে কত দান নিব
লইব সবার মত।।”
বুটী কহে তাতে “কিবা নিতে চাহ
কহ না বেকত করি।
তাহাই করিব যাহা চাহ দিব
শুনহ পরাণ হরি।।”
চণ্ডীদাস বলে নাগর চতুর
শুন রসময় কান।
রাধা পার কর বিলম্ব না কর
ইহাতে নাহিক আন।।