অবহু রাজপথ পুরুজন জাগি।
চাঁদ-কিরন জগমণ্ডল লাগি।
সহএ পারএ নব নব নেহ।
হরি হরি সুন্দরি পড়লি সন্দেহ।।
কামিনি কএল কতহু পরকার।
পুরুসক বেশি কএল অভিসার।।
ধম্মিল লোল ঝোঁট কএ বন্ধ।
পহিরল বসন আন করি ছন্দ।।
অম্বর কুচ নহি সম্বরু ভেল।
বাজন-জন্ত্র হৃদয় করি লেল।।
আইসএ মিললি ধনি কুঞ্জক মাঝ।
হেরি ন চিহ্নই নাগর-রাজ।।
হেরইত মাধব পড়লহ্নি ধন্দ।।
পরশিতে ভাঙ্গল হৃদয়ক দন্দ।।
বিদ্যাপতি কহ তব কিয়ে ভেলি।
উপজল কত কত মনমথ কেলি।।