আএল উনমদ সময় বসন্ত।
দারুণ মদন নিদারুন কন্ত।।
ঋতু-রাজ আজ বিরাজ হে সখি
নাগরী জন বন্দিতে।
নব রঙ্গ নব দল দেখি উপবন
সহজ সোভিত কুসুমিতে।।
আরে, কুসুমিত কানন কোকিল নাদ।
মুনিহুক মানস উপজু বিসাদ।।
অতি মত্ত মধুকর মধুর রব কর
মালতী মধু-সঞ্চিতে।
সময় কন্ত উদন্ত নহি কিছু
হমহি বিধি-বস-বঞ্চিতে।।
বঞ্চিত নাগর সেহ সংসার।
এহি রিতুপতি সৌঁ ন করএ বিহার।।
অতি হার ভার মনোজ মারএ
চন্দ রবি সনি মানএ।
পুরুব পাপ সন্তাপ জত হো
মন মনোমথ জানএ ।।
জারএ মনসিজ মার সর সাধি।।
চানেন দেহ চৌগুন হো ধাধি।।
সব ধাধি আধি বেয়াধি জাইতি
করিএ ধৈরজ কামিনী।
সুপহু মন্দির তুরিত আওল
সুফল জাইতি জামিনি।।
জামিনি সুফল জাইতি অবসান।
ধৈরজ ধরু বিদ্যাপতি ভান।।