আএল বসন্ত সকল রসমণ্ডল
কুসুম ভেল সানন্দ।
ফুললী মল্লী ভূখল ভ্রমরা
পীবি গেল মকরন্দ।।
ভাবিনি আবে কি করহ সমাধানে।
নহি নহি কএ পরিজন পরবোধহ
লখন দেখিঅ আবে আনে।।
নখ পদ কেসু পয়োধর পূজল
পরতখ ভএ গেল লোতে।
সুমেরু সিখর চঢ়ি উগল সসধর
দহ দিস ভেল উজোতে।।
বিনু কারনে কুণ্ডল কৈসে আকুল
এহও জুগতি নহি ওছী।
কুমকুমকের চোরি ভলি ফাউলি
কাঁধ ন ভেলিএ পোছী।।
ভনই বিদ্যাপতি অরে বর জৌবতি
এহু পরতখ পঁচবানে।
রাজা সিবসিংঘ রূপ নরায়ন
লখিমা দেই রমানে।।