আমি মইলাম তর পিরিতের জ্বালায়, শ্যাম কালিয়া হো।
আমি মইলাম তর পিরিতের জ্বালায়। ধু
ও শ্যাম কালিয়া হো।
পিরিতের এমনি ধারা, জিতে আমি হইলাম মরা হো।
আমার জীবন গেল উন্মাদিনী প্রায়, শ্যাম কালিয়া হো।
বিনা গুল্লির পিস্তলেতে, মারিয়াছে আমার বুকেতে হো।
আমি নিশক্তি দুর্বলের মত প্রাণে বাচা দায়, শ্যাম কালিয়া হো।
এ জীবনের নাইরে সুখ, না হেরিলাম প্রিয়ার মুখ হো।
আমি পিরিত ছাড়া না দেখি উপায়, শ্যাম কালিয়া হো।
বয়জার কবাব করা, ঐ তোমার পিরিতের ধারা হো।
চুলার মধ্যে অগ্নিকে জ্বালায়, শ্যাম কালিয়া হো।
তোমার নামের ধন্যি, শুনিয়া আকুল প্রাণী হো।
ছাবাল আকবর আলী ভক্তিহীনের হৈব কি উপায়,
শ্যাম কালিয়া হো।