আয় দেখি মন আয় রে, ঐক্য করিয়া মনে-প্রাণে আমি পিঞ্জিরা শ্রীগুরুর চরণে,
আর গুরুর চরণ অমূল্যরতন, ঐ চরণে মন বসে না রে
ইচ্ছা ছিল মন যাব বৃন্দাবন, আমি কি ধন লইয়া যাইব, সঙ্গে নাই সম্বল
গুরু দিছে ধন অমূল্য রতন, লালন কয়, তাই ভেঙ্গে যাব পথে রে।।