এক মুষ্টি অন্ন ভূমে ফেলে আছাড়িয়ে।
এক অন্ন অদ্বৈতের গ্যয়ে লাগিল আসিয়ে।।
হাসিয়ে কহিল অদ্বৈত করি উপহাস।
কি করিলে অবধূত কৈলে জাতি নাশ।।
পবিত্র হইলাম আমি অদ্বৈত ভবনে ।
অবধূত প্রসাদ পাইলাম এতদিনে।।
এতেক শুনিয়া নাচে গৌর গুণমণি।
অদ্বৈত ভবনেতে উঠিল হরিধ্বনি।।
অদ্বৈতের গৃহে প্রভুর বাড়িল উল্লাস।
আনন্দ সায়রে ভাসে নরোত্তম দাস।।