ঐছন শুন রূপ মঞ্জরি চলতহি
পন্থহি কর অনুমান।
না জানিয়ে কোন কুঞ্জে হাম পায়ব
না জানিয়ে কী করব কান।।
হরি হরি বিহি কিয়ে করয়ে নৈরাশ।
ঐছন কহি এক কুঞ্জে প্রবেশল
কানুক দরশন আশ।।
রসমঞ্জরি রূপে কুঞ্জ আলোকিত
চমকি উঠল তহি শ্যাম।
রাই আয়ল বলি নাগর ধায়ল
দূতি করল পরণাম।।
রসমঞ্জরি কহে শুন মাধব
হাম নহে তোহারিক রাধা।
গোবিন্দদাস কহত পুনহি পুন
প্রেম করবি তুহ বাধা।।