কত কত ভমি পুরুস দেখল
কত কলাবতি নারি।
জিব সয়ঁ পেম পলকে উপজই
সবে সে বুঝ বিচারি।।
তকরি আসা দেখি দেখি তবে
মোহি ন রহ গেআন।
জাহি বধতব সে জেহেন কর
তোঁহ চাহি নহি আন।।
মাধব কহওঁ তোহি বুঝাই।
সে অব মরন সরন জানলি
তোহর বিরহ পাই।।
ধরনি সয়ন মুদল নয়ন
নলিন মলিন সমে।
কতে জতনে বোলিকহু ধনি তোরি
বইসাউলি হমে।।
তৈঅও জদি পুছলে ন বাজলি
বচন ন সুন আধে।
সুমরি সে সখি তোহ মোহ গেলি
বিধি বসে ভেলি বাধে।।
পীরিতি গুন বিপরীত হোএ সাএ
বিসরি ন কর নাহ।
দিবস দোসে সে কী নহি সম্ভব
পেম পরানহু চাহ।।
ভনই বিদ্যাপতি সুন তয়ঁ জুবতি
রস নহি অবসান।
রাজা সিবি সিবসিংঘ জিবও
লখিমা দেই রমান।।