কহে ধনী রাধা কেন তুমি হেথা
কি হেতু ইহার বল।
কেন বা আইলে কিসের কারণে
কে তোমা পাঠাইয়া দিল।।
তবে কহে দূতী শুনহ আরতি
মোরে পাঠাইল শ্যাম।
সে হেন নাগর আমি সে আইল
ভাঙ্গিতে তোমার মান।।
সে হেন নাগর পরিহর ধনি
আছহ মাধবী-তলে।
শ্যামের বিধাতা ( ?) শুনি তার কথা
কহিতে পরাণ ঝুরে।।
কহে ধনী রাধা শুন মোর কথা
জানিল তাহার চিত।
তা সনে কিসের মান অভিমান
জানিল তাহার রীত।।
পরের বেদনা পর কি জানয়ে
পর কি আনের বশ।
পরের পীরিতি আধারে বসতি
কিবা সে জানয়ে রস।।
রসিক হইলে রস কি ছাড়য়ে
মুখর চতুর জনা।
যত যত তেঁই রসের রসিক
সে সব গেলই জানা।।
কহে চণ্ডীদাস শুন হে সুন্দরি
তুরিতে গমন কর।
শ্যামের সন্দেশ হৃদয়ের মালা
যতন করিয়া পর।।