কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ।
তাহার পিতার পিতা সহজ মানুষ।।
তাহা দেখ দূর নহে আছয়ে নিকটে।
ব্রহ্মাণ্ড ভিতরে তেঁহ রহে চিত্রপটে।।
সর্পের মস্তকে যদি রহে পঞ্চ মণি।
কীটের স্বভাব-দোষে তাহে নহে ধনী।।
গোরোচনা জন্মে দেখ গাভীর ভাণ্ডরে।
তাহার যতেক মূল্য সে জানিতে নারে।।
সুন্দর শরীরে হয় কৈতবের বিন্দু।
কৈতব হৈলে হয় গরলের সিন্ধু।।
অকৈতবের বৃক্ষ যদি রহে এক ঠাঁই।
নাড়িলের বৃক্ষের মূল ফল নাহি পাই।।
নিদ্রার আবেশে দেখ কপাল পানে চেয়ে।
চিত্রপটে নৃত্য করে তার নাম মেয়ে।।
নিশিযোগে শুক শারী সেই কথা কয়।
চণ্ডীদাস কহে কিছু বাশুলী কৃপায়।।