গেলা গেলা ওরে শ্যাম না গেলা মাতাইয়া।। ধু
ওরে শ্যাম গেলা কোন্‌ দেশে ? বৈরাগিনী হইয়া যাইমু বন্ধুর উদ্দেশে।।
চান্দের চান্দনি দিমু সূরুযের ভাতি। যদি কর দয়া বন্ধু আজিকার রাতি।।
আউলা ও মাথার কেশ কভু নাহি বান্ধে। রাধাকানু অভিমানে গোপীসব কান্দে।।
আড়ালাচাউলের ভাত ক্ষীর নদীর পানি। জ্বলিয়া জ্বলিয়া উঠে হৃদয়ের আগুনি।।
বন্ধু যাইব দূর দেশ মনে লাগে ধান্ধা।
বন্ধের হাতের মোহন বাঁশী থূইয়া যাউক বান্ধা।।
সোণা নয়রে রূপা নয়রে অঞ্চলে বান্ধিতাম্‌।
হৃদের উপরে থুইয়া বাঁশী, রজনী গোঞাইতাম।।
প্রিয় মোর বিস্মরণে তিলে যুগ জানি। প্রিয় বিনে জীবন হৈয়া গেল কানি।।
আকাশের চন্দ্র প্রিয় নয়ানের মণি। আসিবা আসিবা করি পোহাইলাম রজনী।।
যথা তথা যাইও বন্ধু আসিও সকালে। তিলেক বিলম্ব হইলে ঝম্প দিব জলে।।
সৈয়দ মর্তুজা কহে ওহে পরবাসী। পঞ্চদিন লাগিয়া কেন এত উপহাসী।।