গৌরাঙ্গ পতিতপাবন অবতারী।
কলিভুজঙ্গম দেখি হরিনামে জীব রাখি
আপনি হইলা ধন্বন্তরি।।
কলিযুগ চৈতন্য অবনী করিলা ধন্য
পতিতপাবন যার বাণা।
পূরবের রাধা ভাবে গৌরাঙ্গ হইলা এবে
নিজ রূপ ধরি কাঁচা সোণা।।
গদাধর আদি যত মহামহা ভাগবত
তারা সব গোরাগুণ গায়।
অখিলভুবনপতি গোলাকে যাহার স্থিতি
হরি বলি অবনী লোটায়।।
সোঙারি পূরবগুণ মূরছয়ে পুন পুন
পরশে ধরনী উলসিত।
চরণকমল কিবা নখর উজরশোভা
গোবিন্দদাস সে বঞ্চিত।।