গৌরী ঔরী ককরা পর করতী
বর ভেল তপসি ভিখারি।
আগে মাই হেমসিখর পর বসথি
এক ঘর-নৈ ছৈহ্ন অপন পরার।।
বারি কুমারী রাজ দুলারী
ঋষি কে প্রান অধার।
সে গৌরী কোনা বিপতি গমৌতী
কে মুখ করত দুলার।।
তেল ফুলেল লৈ কেশ বহ্নাবথি
ঔর উগারথি আঁগ।
সে গৌরা কোনা ভস্ম লোটৈতী
নিতউঠি কুটতী ভাঁগ।।
ভনহিঁ বিদ্যাপতি সুনিএ মনাইনি
ইহো থিক ত্রিভুবন নাথ।
সুভ সুভ কৈ গৌরী বিবাহিয়
ইহো বর লিখল ললাট।।