চলিতে না জানিলে আপহিঁ আপনক
বৈরি কহত সব লোক।
সো সতি জানলুঁ পরতেখ পাওলুঁ
আজু হমারি সব দোখ।।
সখি হে ধরণি লোটাইতে সোই।
তব যদি করে ধরি তাহে উঠাইয়ে
তব কিয়ে ঐছন হোই।।ধ্রু।।
পুন যব সঙ্গিনি মোহে বুঝায়ল
তবহু যো বুঝিয়ে হাম।
তব কাহে নয়ন- সলিলে তনু সেচব
অতএ বুঝিলুঁ বিহি বাম।।
যো ভেল সো ভেল সভে মিলি কহ কহ
অব কি করব পরকার।
চন্দ্রশেখর কহে হাম সব কি কহব
আপহি করহ বিচার।।