দূরে কর মাধব কপট সোহাগ।
হাম সব বুঝলুঁ তুয়া অনুরাগ।।
ভাল ভেল অব সব মীটল দন্দ।
কবহুঁ ভাল নহে আশা পরবন্ধ।।
তুহুঁ গুণ আগর সোই গুণ জান।
গুণে গুণে বাঁধল মদন পাঁচবাণ।।
আগুসর তাহি পুন না কর বেয়াজ।
ভ্রমর কি তেজয়ে নলিনী সমাজ।।
হাম সব কিতবকে তব নাহি ভায়।
তুহারি বিলম্ব আর নাহি উজয়ায়।।
বিমুখ চপল কান গদগদ ভাষ।
পন্থে আশোয়াশাল গোপালদাস।।