ধনি-কোরে বিনোদ নাগর ভুললা।
রোয়ত নীর নয়ন ভরি গেলা।।
কোরে আকুল ভৈ মূরছিত ভেল।
সহচরিগণ কর বয়নহি দেল।।
শাসহীন দেখি সবহু বিভোর।।
রোয়ত সব ধনি হরি করি কোর।।
এক সখি যুগতি করল অনুপাম।
কানুক শ্রবণে কহল রাই নাম।।
বহুক্ষণে শ্রবণে পৈঠল সোই বোল।
রাই রাই করি উঠল তনু মোড়।।
রোই রোই সুবদনি পরিচয় দেল।
বিরহ জনিত দুখ সব দূর গেল।।
বৈঠল নাগর রাই বাম পাশ।
কী কহব মুগধল গোবিন্দদাস।।