পতিত হেরিয়া কান্দে থির নাহিক বান্ধে
করুণ নয়নে চায়।
নিরুপম হেম জিনি উজোর গৌর তনু
অবনী ঘন গড়ি যায়।।
গোরা পহুঁর নিছনি লইয়া মরি।
ও রূপ মাধুরী পিরীতি চাতুরী
তিলে পাসরিতে নারি।।
বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন
কারো কোন দোষ নাহি মানে।
কমলা-শিব-বিহি দুর্ল্লভ প্রেম-ধন
দান করল জগ জনে।
ঐছন সদয় হৃদয় প্রেমময়
গৌর ভেল পরকাশ।
প্রেম-ধনে ধনী করল অবনী
বঞ্চিত গোবিন্দদাস।