পরদেশীবন্ধুরে পাষাণহ’য়ে রইলে রে। পরাণে মারিলেরে পিরিতি শিখাইয়া।।
ও বন্ধুরে কোন দেশে ভূ’লে রইলে পাষাণ হৈয়া রে পাষাণ হইয়া।
তোর প্রেমে কলঙ্ক নামে গোকুল জুড়িয়া রে।।
বন্ধুরে তোর আশে পাগল বেশে মাই বাপ ছাড়িয়া রে মাই বাপ ছাড়িয়া ।
সদায় থাকি আসবে বলে পন্থ নিরখিয়া রে।।
বন্ধুরে নদীর কূলে করছি বাসা ঘর বাড়ী ছাড়িয়া রে বন্ধু ঘর বাড়ী ছাড়িয়া।
যদি তুমি আস বন্ধু মাঝির বেশ ধরিয়া রে।।
বন্ধুরে কদম মূলে অশ্রু ফুলে হার রাখি গাঁথিয়া রে বন্ধু হার রাখি গাঁথিয়া।
যদি আস প্রাণ বন্ধু গলে দেই পরাইয়া রে।।
বন্ধুরে জীবন কাঁদিয়া গেল তোমার লাগয়িা রে বন্ধু তোমার লাগিয়া।
এমন পাষাণ হিয়া রাখিলে বান্ধিয়া রে।।
বন্ধুরে মরণ কালে দেখিও আসি রিয়াছত কয় কান্দিয়া রে
রিয়াছত কয় কান্দিয়া। কণ্ঠে কেবল আছে প্রাণটি দরশনের লাগিয়া রে।।