পুন পুন গরজন বজর নিপাতন
আওল শাঙন মাহ।
জলধর-তিমির ঘোর দিন যামিনি
ঘর বাহির নাহি যাহ।।
সজনী কো কহে বরিষা ভাল।
ধারাধর-জল-ধারা জনু লাগয়ে
বিরহিনি তীর বিশাল।।ধ্রু।।
একে হাম গেহি নেহি পুন কো করু
ফাঁফর অন্তর মোর।
ততি খনে মরি মরি গৌর গৌর করি
ধরণি লুঠই মহাভোর।।
গণি গণি দিবস মাস পুন পূরল
মাস মাস করি সাত।
ইথে যদি গৌর-চন্দ্র নাহি আওল
নিশ্চয়ে মরণকি বাত।।