প্রেমের দাগ রাগ বান্ধা যার মনে,
সে প্রেম অহিকে জানে না–জানে রসিক জনে।
আরও শতদল কমলের মাঝে ত্রিবেণীতে তুফান খেলে,
ও ভাঁটায় যায় না সে চলে উজান কোণে।
ও সে প্রেম করিতে আশা কর মনে–ও আবার সাধ্য কর গোপীগণে,
লালন কয়, লীলা নাই যেখানে, সে চলে নিত্যক্ষণে।