বিরমল রতিরণ বৈঠল দুহুঁজন
মুছই আনন-চন্দ।
দুহুঁ জন বদনে তাম্বুল দুহুঁ দেয়ল
বসন ঢুলায়ত মন্দ।।
দুহুঁ মুখ দুহুঁ রহি চাই।
আহা মরি মরি বলি পুন বদন ঘন চুম্বই
দুঁহে দোঁহা তনু বিলুঠাই ।।
নীলপীত বসন শোভিত দুঁহু তনু
মণিময় আভরণ সাজ।
যৈছে রসিকবর রমণি রস-নাগরি
তৈছন বিদগধ-রাজ।।
কতহি যতন করি বিধি নিরমায়ল
দুহঁ তনু একই পরাণ।
বিকশিত কুসুম শোভিত নব পল্লব
গোবিন্দ দাস গুণ গান।