মধু-ঋতু সময় নবদ্বিপ-ধাম।
সুরধুনি-তীর সবহুঁ অনুপাম।।
কোকিল মধুকর পঞ্চম ভাষ।
চৌদিশে সবহুঁ কুসুম পরকাশ।।
ঐছন হেরইতে গৌর কিশোর।
পুরব প্রেম-ভরে পহুঁ ভেল ভোর।।
ঝর ঝর লোচন ঢরকত লোর।
পুলকে পুরল তনু গদগদ বোল।।
শুনহ মুকুন্দ মরম-অভিলাষ।
আজু নন্দ-নন্দন করত বিলাস।।
সো মুখ যদি হাম দরশন পাঙ।
তব দুখ খণ্ডয়ে তছু গুণ গাঙ।।
মোহে মিলাহ ব্রজমোহন পাশ।
এত কহি গৌরক দীঘ নিশাস।।
বুঝই না পারিয়ে ইহ অনুভাব।
বৈষ্ণবদাসক অতি দুখ লাভ।।