মন্দির চলব জানি অতি কাতর
আকুল জলধি-তরঙ্গ।
কত কত চুম্বন কতহুঁ আলিঙ্গন
দূবর ভেল দুহুঁ অঙ্গ।।
সখি হে কিয়ে বিধি লাগল বাদে।
কণ্ঠ কণ্ঠ গহি সব সখি রোয়ত
হেরইতে দুহুঁক বিষাদে।।
সোঙরি বিচ্ছেদ খেদ দুহুঁ আকুল
দুহুঁ রহু কোরে অগোরি।
দুহুঁক নয়ন-নিরে দুহুঁ তনু ভীগই
রোয়ই মুখে-মুখ জোরি।।
এ মুখ-দরশন বিনে তনু জারব
কহি কহি রোয়ে মুরারি।
ধনি-মুখ উলটি পালটি কত হেরই
কত জিউ করত নিছারি।।
ব্রজপতি-রাণি সঙ্গে পুন ব্রজপতি
আই কুঞ্জ মাহা পৈঠ।
শুনইতে বলরাম দুহুক সম্ভেদল
দুহুঁক ছোড়ি দুহুঁ বৈঠ।।