মালিনি রে লই যা রে তোর ধু ফুল। সোয়ামী ঘরেত নাহি চিত বেয়াকুল।।
এক হাতের সর শঙ্খ আর হাতে ক্ষীর। একলি শয়নে মোর আঁখি বহে নীর।।
গলার গলিয়া মোর শিষের সিন্দূর। কেবা হরি নিল মোর পায়ের নেপুর।।
মন্দিরে আছ এ মোর খাট সিংহাসন। কোন্‌ বিধি হরি নিল গায়ের উড়ন্‌।।
চারি মাস বরিষা মুঞিঁ আছিলু ভাল। মাঘ ফাগুনের শীতে বুকে লাগে শাল।।
কাহাকে না পাম লাগ কহিয়া পাঠাম। আনল গরল বিষ খাইয়া মরি যাম।।
সৈয়দ মর্তুজা কহে করমের পাক। তম গেলে হরি আইলে পাইবা পহুঁ লাগ।।