মাস অখাঢ় উন্নত নব মেঘ।
পিয়া বিসলেখে রহওঁ নিরথেঘ।।
কোন পুরুব সখি কওন সেহ দেস।
করব মোএ তহাঁ জোগিনি বেস।।
মোর পিয়া সখি গেল দুর দেস।
জৌবন দএ গেল সাল সন্দেস।।
সাওন মাস বরিস ঘন বারি।
পন্থ ন সূঝে নিসি অঁধিআরি।।
চৌদিস দেখিঅ বিজুরী রেহ।
সে সখি কামিনি জিবন সন্দেহ।।
ভাদব মাস বরিস ঘন ঘোর।
সভ দিস কুহুকএ দাদুল মোর।।
চেউকি চেউকি পিয়া কোর সমায়।
গুনমতি সূতলি অঙ্কম লগায়।।
আসিন মাস আস ধর চীত।
নাহ নিকারুন নৈ ভেলাহ হীত।।
সরবর খেলএ চকবা হাস।
বিরহিনি বৈরি ভেল আসিন মাস।।
কাতিক কন্ত দিগন্তর বাস
পিয় পথ হেরি হেরি ভেলাহু নিরাস।।
সুখে সুখ রাতি সবহু কা ভেল।
হম দুখ সাল সোআমি দে গেল।।
ন জুড়ি ছাহরি ন বরিস বারি।
হম জে অভাগিনি পাপিনি নারি।।
অগহন মাস জীবকে অন্ত।
অবহু ন আওল নিরদয় কন্ত।।
একসরি হমে ধনি সূতওঁ জাগি।
নাহক আওত খাঅত মোহি আগি।।
পূস খীন দিন দীঘরি রাতি।
পিয়া পরদেস মলিন ভেলি কাতি।।
হেরওঁ চৌদিস ঝখওঁ রোয়।
নাহ বিছোহ কানু জনু হোয়।।
মাঘ মাস ঘন পড়এ তুসার।
ঝিলমিল কেচুআঁ উনত থন হার।।
পুনমতি সূতলি পিঅতম কোর।
বিধিবস দৈব বাম ভেল মোর।।
ফাগুন মাস ধনি জীব উচাট।
বিরহ-বিখিন ভেল হেরওঁ বাট।।
আওল মত্ত পিক পঞ্চম গাব।
সে সুনি কামিনি জিবহু সতাব।।
চৈত চতুরগুন পিয়া পরবাস।
মালী জানে কুসুম বিকাস।।
ভমি ভমি ভমরা কর মধু পান।
নাগর ভই পহু ভেল অসয়ান।।
বৈসাখে তবে খর মরন সমান।
কামিনি কন্ত হনএ পঁচবান।।
জেঠ মাস ঊজর নব রঙ্গ।
কন্ত চহএ খলু কামিনি সঙ্গ।।
রূপ নরায়ন পূরথু আস।
ভনই বিদ্যাপতি বারহ মাস।।