যাহে লাগি গুরু গঞ্জনে মন রঞ্জলুঁ
দুরজন কি কি নাহি কেল।
যাহে লাগি কুলবতি বরত সমাপলুঁ
লাজে তিলাঞ্জলি দেল।।
সজনি জানলুঁ ঠিন পরাণ।
ব্রজপুর পরিহরি যাওব সো হরি
শুনইতে নাহি বাহিরাণ।।
যো মঝু সরস সমাগম-লালসে
মণিময় মন্দির ছোড়ি।
কণ্টক-কুঞ্জে জাগি নিশি বাদর
পন্থ নেহার মোরি।।
যাহে লাগি চলই চরণ বেঢ়ল ফণি
মণি-মঞ্জির করি মানি।
গোবিন্দদাস ভণ কৈছনে সো দিন
বিছুবে ইহ অনুমানি।।