রে প্রাণধন কালা, তোমার পিরীতে বিষম জ্বালা অপার মহিমা তোর লীলা।
প্রেমে জ্বলে হিয়া মোর, না দেখিয়া রূপ তোর বিনয়েতে ডাকিরে তোমায়।
ক্ষমাকর অপরাধ, পুরাও মনের সাধ, বিনা দরশনে প্রাণী যায়।
নিশানা নমুনা নাই, কিরূপে বন্ধুয়া পাই আছে বন্ধু সয়াল জুড়িয়া।
ভাবের ভাবিক হইয়া, নিজ নামে ডাকি প্রিয়া দরশন দিবে সে কালিয়া।
ছায়ারূপে যার কায়া, নিজে বেনিশানি হৈয়া, মিশিয়া থাকয়ে লা মুকাম।
কায়ারূপে ছায়া হৈলে, প্রিয়ার দরশন মিলে, আনন্দ বিরাজে তার প্রাণ।
ইরপানে ডুবিল যেই, জবরুত পৌঁছিল সেই, ভুবন মন্দিরে সেই ঠাম।
জবরুতে হয় ধ্বনি, শ্রীপুরে শব্দ শুনি, শেরগঞ্জ পংক্ষিয়ে জপে নাম।
লাহুতে অপরূপ ছবি, ব্রজখে মোস্তফা নাবি, পিরের ব্রজখ সেহামিন্দ।
নাছুতে মারুত ছোটে, ইন্দু বর্ণ হৈয়া উঠে, জবরুতে বর্জ্জখ মুশিদা।
বৃক্ষেতে বসিয়া অলি, পুষ্পেতে করয় কেলি পিউ পিউ করে মহবোল।
পশু পংখী যত জীবে নিজ নাম জপে সবে, শুকনা কাষ্ঠেতে ফুটে ফুল।
লাহুতের মঞ্জিলেতে, বেলওয়ারি দলানেতে, বিরাজ করেন মোস্তফায়।
অপূর্ব কাহিনী কাম’ মুকাম মাহমুদা নাম রূপে রূপে তরঙ্গ খেলায়।
শিতালং ফকিরে কহে, অন্তরে অনল দহে না চিনিলু গিরী আপনার।
প্রেমে জ্বলে মোর হিয়া, যদি নাহি আইস প্রিয়া কামানল না নিবিবে আর।