শাস ঘুমায়ত কোরে আগোরি।
তহিঁ রতি-ঢীঠ পীঠ রহুঁ চোরি।।
কিয়ে হম আখরে কহলুঁ বুঝাই।
আজুক চাতুরী রহব কি জাই।।
না করহ আরতি এ অবধু নাহ।
অব নহি হোএত বচন নিরবাহ।।
পীঠ আলিঙ্গনে কত সুখ পাব।
পানিক পিয়াস দুধে কিএ জাব।।
কত মুখ মোরি অধর রস লেল।
কত নিসবদ করি কুচে কর দেল।।
সমুখে না জায় সঘন নিসোয়াস।
কাহে কিরন ভেল দসন-বিকাস।।
জাগল সসি চলত তব কান।
ন পূরল আস বিদ্যাপতি ভান।।