শুন শুন সখী সজনী রাই, বল ধনী কমলিনী প্রাণ বন্ধুয়া কুঞ্জে নাই।
সখী গো বন্ধু বিনে না লয় মনে ধুড়িয়া না বন্ধু পাই।
উচাটন হইল মন চিত্তে ধৈর্য মানে নাই ।
সখী গো প্রেমে মন অনুক্ষণ জ্বলিয়া হইল ছাই।
আন বন্ধু গুণসিন্ধু রূপ দয়াল প্রেম গোসাই।
সখী গো জ্বলে জ্বলে প্রেমানলে জ্বলনে বেড়াই।
দেখি রঙ্গে প্রিয়া সঙ্গে সাক্ষাতে না দেখতে পাই।
সখী গো খেদঙ্গেতে কটাক্ষেতে প্রাণী নিল নিতাই।
মাঠ বিপিনে মাধবী বনে কুঞ্জবনে আবেষিলাম ঠাই ঠাই।
সখী গো প্রিয়া বিনে অন্বেষণে কোনে দেশেতে নাই।
জ্বলিয়া যাক্‌ বুক ধাখ্‌ধাখ্‌ ভষ্মবারী হইয়া যাই।
সখী গো শিতালং ফকিরে কহে শুন সজনী রাই।
কান্ত বিনে না লয় মনে প্রাণ হারা হইয়া যাই।