সখি লই সদনে রাইক দরশনে
চলল সুনাগর কান।
সো ধনি দরশ পরশ রস লালসে
হৃদয়ে করত অনুমান।।
তেজল মউরচন্দ্র লব বরিহ ভালে
তিলক নাহি সাজ।
উরে নাহি হার মণিময় অভরণ
আওত বিদগধ রাজ।।
বিগলিত বসন ঘন পহিরণ
জলধর বিজুরিক আভা।
কনক মঞ্জির চরণে নাহি পহিরণ
শূন্য চরণে কিয়ে শোভা।।
সো পদ লক্ষমণি তিমিরে গরাসল
দশ দিশ ভেল পরকাশ।
রাইক মন্দিরে প্রবেশল মাধব
কহতহি গোবিন্দদাস।।