সখীগণ কহে নাথ কর অবধান।
অনুমতি দেহ ধনীর ঘরেরে পয়াণ।।
দারুণ নগরের লোক কি না জান তুমি।
ক্ষেণেক ধৈরজ ধর এ লালস ক্ষেমি।।
কত গুরুগঞ্জন সহিবেক বালা।
বিধি কৈল কুলবতী তাহে এত জ্বালা।।
তোমার পিরীতে ধনী সদা উমতিনী।
রায় বসন্ত কহে সত্য কাহিনী।।