সরসিজ বিনু সর সর বিনু সরসিজ
কী সরসিজ বিনু সূরে।
জৌবন বিনু তন তন বিনু জৌবন
কী জৌবন পিয় দূরে।।
সখি হে মোর বড় দৈব বিরোধী।
মদন বেদন বড় পিয়া মোর বোল ছড়
অবহু দেহে পরবোধী।।
চৌদিস ভমর ভম কুসুমে কুসুমে রম
নীরসি মাজরি পিবই।
মন্দ পবন বহ পিক কুহু কুুহু কহ
সুনি বিরহিনি কইসে জীবই।।
সিনেহ অছল জত হম ভেল ন টুটত
বড় বোল জত সবেই থীরে।
অইসন কএ বোলদহু নিঅসিম তেজি কহু
উছল পয়োনিধি নীরে।।
ভনই বিদ্যাপতি অরেরে কমলমুখি
গুন গাহক পিয়া তোরা।
রাজা সিবসিংঘ রূপ নরায়ন
সহজে একো নহি ভোরা।।