হরি হরি কবে মোর হইব শুভদিন।
গোবর্ধন গিরিবর কেবল নির্জন স্থল
রাইকানু করিব সেবন।।
ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে
সুখময় রাতুল চরণে ।
কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি
যোগাইব কমল বদনে।।
সুগন্ধি চন্দন খূরি কনক কটোরা পুরি
কবে দিব দোহাঁর যে গায়।
মল্লিকা মালতী যূথি নানা ফুলে মালা গাঁথি
কবে দিব দোহাঁর গলায়।।
সুনির্মল ঝারি করি রাধাকুণ্ডের জল পুরি
দোহাকার অঙ্গেতে ঢালিব ।
গুরুরূপা সখী বামে ত্রিভঙ্গ হইঞা ঠামে
চামরের বাতাস করিব।।
দোহাঁর অরুণ আঁখি পুলক হইঞা দেখি
দোহাঁ পদ পরশিব কবে।
শ্রীচৈতন্যদাসের দাস মনে করি অভিলাষ
নরোত্তম মনে এত স্ফূরে ।।