হরি হরি গোরা কেনে কান্দে।
না জানি ঠেকিলা গোরা কার প্রেম-ফান্দে
তেজিয়া কালিন্দী-তীর কদম্ব-বিলাস।
এবে সিন্ধু-তীরে কেনে কিবা অভিলাষ।।
যে করিল শত কোটি গোপী সঙ্গে রাস।
এবে সে কান্দয়ে কেনে করিয়া সন্ন্যাস।।
যে আঁখি-ভঙ্গীতে কত অনঙ্গ মুরছে।
এবে কত শত ধারা বাহিয়া পড়িছে।।
যে মোহন চূড়া-ছাঁদে জগত মোহিত।
সে মস্তকে কেশ-শূন্য অতি বিপরীত।।
পীত বাস ছাড়ি কেনে অরুণ বসন।
কালরূপ ছাড়ি কেনে গৌর বরণ।।
কহে বলরাম দাসে না জানি কারণ।
তাহার কারণ কিবা যাহার বরণ।।