হরি হরি বিফলে জনম গোয়াইনু।
মনুষ্য জনম হঞা রাধাকৃষ্ণ না ভঙ্গিঞা
জানিঞা শুনিঞা বিষ খানু।।
গোলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন
রতি না জন্মিল কেনে তায়।
সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জ্বলে
জুড়াইতে নাহিক উপায়।।
ব্রজেন্দ্র-নন্দন যে শচীসুত হঞাছে
বলরাম হঞাছে নিতাই ।
দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল
তার সাখি জগাই মাধাই।।
হাহা প্রভু নন্দসুত বৃষভানু-সুতাযুত
করুণা করহ এইবার।
নরোত্তম দাসে কয় না ঠেলিহ রাঙ্গা পায়
তুয়া বিনে কে আছে আমার।।