ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কোথায় গেল গৌরাঙ্গ রূপ দেখাইয়া
    কোথায় গেল গৌরাঙ্গ রূপ দেখাইয়া কোথায় গেল। ধু হায় গো শিখাইয়া বুঝাইয়া বন্ধে কি মন্ত্রণা দিল। দেখা দিয়া প্রাণী নিল মোরে পাগল করিয়া গেল। নবীন যুবতী যারা ঘরে না রহিল। কেছারূপে দেখা দিল মুনির মন ভুলাইল। পুরুষ কিবা নারী তার চিনন ও না গেল ! ছাবাল আকবর আলী বলে, ঠেকিয়া রইলাম মায়া জালে। হায় গো […] keyboard_arrow_right
  • কোথায় লুকাইয়ে রৈলে ওহে কালাচাঁদ
    কোথায় লুকাইয়ে রৈলে ওহে কালাচাঁদ । তোমাকে হারাইয়া রৈনু উদাসিনী মন।। তুমিমোর কাল শশি, গলাতে লাগাইয়া ফাঁসি। দূরেথাক টান রসি না যায় ও সহন।। তুমি মোর প্রাণপ্রিয়া, তোমায় বিনে জ্বলে হিয়া। তুমি মোর প্রাণেশ্বর ওহে প্রাণধন।। তুমি মোর প্রাণ সখা, কবে হবে তোমার দেখা। কৃপা করি দিয়ে দেখা জুরাও প্রাণ।। দেখা যদি না দেও প্রিয়া, […] keyboard_arrow_right
  • কোন নাম জপে গো শ্যাম বন্ধের বাঁশী
    কোন নাম জপে গো শ্যাম বন্ধের বাঁশী জান কিগো প্রাণ সজনী বাঁশীর মাঝে যাদুর ফাঁসী আমার নিল গো পরাণী। যেই নাম বাঁশীয়ে বলে সেই নামের ভেদ পাইলে গো এগো লাহুতের তালা খোলে অন্ধকার হয় রৌশনি। এই নাম পাশরিলে মরণ হইব সেই কালে গো এগো জাতি আর ছিফতি নুরে ঐ নামের ভেদখানি। ত্রিপুন্নিয়ার ঘাটে বসি কালাচান্দে […] keyboard_arrow_right
  • কোন গোপী ছিল ঘরে শুনিয়া বাঁশীর স্বরে
    কোন গোপী ছিল ঘরে শুনিয়া বাঁশীর স্বরে আসিতে দুয়ারে পতি জাগে। ধরিয়া রাখিল পতি পরাণ তেজিল সতী পাইল আসিয়া সভার আগে। ব্রজবধূ নাগরে ভেটিল আসি বনে। যেন নবঘন দেখি তৃষিত চাতক পাখী পরাণ পাইল জনে জনে।। দেখি সতীকুল মুখ হৃদয়ে বাড়িল সুখ হাসি কানু কহে ধীরে ধীরে। যত কুলবতী সতী তোমরা নব যুবতি নিশিতে ছাড়িয়া […] keyboard_arrow_right
  • কোনো বিঘটনে না দেখি যে দিনে
    কোনো বিঘটনে না দেখি যে দিনে তোমার ও চান্দ মুখ। কে জানে সে দিনে কত উঠে মনে দুখের উপরে দুখ।। ধনি পরাণ-পুতলি তুমি। শিরে হাথ দিঞা বলি দঢ়াইঞা তোমা না ছাড়িব আমি।। অগতির গতি তোমার পিরীতি পাঞাছি অনেক সাধে। ও মুখ মলিন সজল নয়ন দেখিঞা পরান কান্দে।। জল বিনে মীন মরএ যেমন তোমা না দেখিলে […] keyboard_arrow_right
  • কোন্ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধীন ঘরে রহে একেশ্বরী।। ধিক্ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি না মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • কোন্ রসে প্রেম সেধে হরি
    কোন্ রসে প্রেম সেধে হরি গৌর বর্ণ হলো সে। না জেনে সে প্রেমের অর্থ প্রেম যাজন কবে হয় কিসে।। প্রভুর যে মত ঐ মত সার আর যত সব যায় ছারখার। আমি তাইতে ঘুরি কিবা করি ব্রজের পথ না পাই দিশে। অনেকে কয় অনেক মতে ঐক্য হয় না মনের সাথে। ও সে ব্রজতত্ত্ব পরম অর্থ, ফিরি […] keyboard_arrow_right
  • কোপ করএ চাহ
    কোপ করএ চাহ নয়নে নিহারি বহ ধরিঅ ন পারয় হাসে। ন বোল পুরুস বাক ন মুখ অরুন থাক চাঁদ কি জলই হুতাসে।। এ সখি মান করিবা ন জানে। কত খন সিখাউবি আনে।। ন ন ন ন ন ন ভন পিয়কে নখরে হন জেও জান তথিহু লজাই। ন কর ভৌহ ভঙ্গ ন ধরি মোলই অঙ্গজ খনহি […] keyboard_arrow_right
  • কোমল কমল কাঞি বিহি সিরিজল
    কোমল কমল কাঞি বিহি সিরিজল মো চিন্তা পিয়া লাগী। চিন্তা ভরে নীন্দে নহি সোঅওঁ রয়নি গমাবওঁ জাগী।। বর কামিনি হো কাম পিয়ারী নিসি অন্ধিয়ারি ডরাসী। গুরু নিতম্ব ভরে ল নহি ন পারসি কামক পীড়লি জাসী।। সাওঁন মেহ ঝিমি-ঝিমি বরিসএ বহল ভমএ জল পূরে। বিজুরি লতা চক চক মক কর ডীঠী ন পসরএ দূরে।। keyboard_arrow_right
  • কোমল তনু পরাভবে পাওব
    কোমল তনু পরাভবে পাওব তেজি ন হলবি তেঁহু । ভমর ভরে কি মাজরি ভাঁগএ দেখল কতহু কেহু।। মাধব, বচন ধরব মোর। নহী নহি কয় ন পতিআএব অপদ লাগত ভোর।। অধর নিরসি ধুসর করব ভাব উপজত ভলা। উনে খন রতি রভস অধিক দিনে দিনে সসি কলা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ