ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • জানি জানিরে গুণের নিধি
    জানি জানিরে গুণের নিধি। তুয়া বিনে আমি আর নাহি জানি।। ধু মাঠে থাকে ধেনুরাখে গলে দোলে মালা। তুমিত সুন্দরী রাধে ? কানু কেন কালা।। বাঁশী মূলে কহে কথা কেহ নাহি শুনে। কানু কালা রাধা গোরা সর্বলোকে জানে।। হাতে শঙ্খ কানে সোনা পরি মোহনসাড়ী। করআঁখি সানেডাকে রাধিকা সুন্দরী।। কে কে যাইবা যমুনার জলে কার সঙ্গে যাইব। […] keyboard_arrow_right
  • জানি মন প্রেমের প্রেমী কাজে পেলে
    জানি মন প্রেমের প্রেমী কাজে পেলে। পুরুষ- প্রকৃতি -স্বভাব থাকতে কি প্রেমরসিক বলে।। মদন জ্বালায় ছিন্ন-ভিন্ন, প্রেম প্রেম বলে জগত জানানো। অ-হকদারে রসিক মান্য ঘুসকি জারি প্রেম-টাকশালে।। সহজ সুরসিক জনা শোষায় শোষে বাণ ছাড়ে না। সে প্রেমের সন্ধি জানা যায় না ম’রে না ডুবিলে।। তিনরসে প্রেম সাধলে হরি, শ্যামাঙ্গ গৌরাঙ্গ তারি। লালন বলে, বিনয় করি, […] keyboard_arrow_right
  • জানি ঘোর কলিকাল অবনিতে অবতার
    জানি ঘোর কলিকাল অবনিতে অবতার জীব সব মলিন দেখিয়া। দয়া করি গৌরহরি শচীগর্ভে অবতরি সঙ্গে পারিষদগণ লৈয়া।। গোলোকের প্রেমধন করে গোরা বিতরণ অধম পতিত নাই মানে। চার বেদের পার হরিনাম মন্ত্র সার দিলা গোরা সভাকার স্থানে।। যতেক পতিত ছিল সকলে উদ্ধার হৈল জগাই মাধাই তার সখী। শুনি সব নরনারী ধায় উভবাহু করি চল যাই গোরা […] keyboard_arrow_right
  • জিতে পাসরিল নহে বন্ধুর পিরিতি
    জিতে পাসরিল নহে বন্ধুর পিরিতি। কি ঘর বাহির লোকে বোলে অকিরিতি ।। (অন্তর বাহির চিতে অবিরত জাগ। না জানি কি লাগি তাহে এত অনুরাগ।। সই বড়ি পরমাদ। শয়নে সপনে মনে নাহি অবসাদ )।। দেখিতে না দেখে আঁখি শ্যাম বিনু আন। ভরমে আনের কথা না কহে বয়ান।। শুনিতে শুনিয়ে সেই পরসঙ্গ। সোঙরি সঘন মোর পুলকিত অঙ্গ।। […] keyboard_arrow_right
  • জিব জঞো হমে সিনেহ লাওল তোহেঁ বিহৃদঅ জানি
    জিব জঞো হমে সিনেহ লাওল তোহেঁ বিহৃদঅ জানি। ভলজন ভএ বাচা চুকহ ই বড়ি লাগএ হানি।। মাধব বুঝল তোহর নেহ। নিঠুর পেম পরাভব পাওল জীবহুঁ ভেল সন্দেহ ।। আনুব জিবন জউবন থোলা জগত কে নহি জান। মলবিকা বল হটল ন রহ তইঅও তোহিহি মান।। keyboard_arrow_right
  • জিমুনা গো মুঞি জিমুনা
    জিমুনা গো মুঞি, জিমুনা, কালা বন্ধুর পিরীতের পাকে। আপনার দুটি আঁখি, নিবারিতে নারি গো, কালা বিনু আন নাহি দেখে।। একদিন আয়ান আইল ঘরে, কালিয়া দেখিনু তারে, বন্ধু বলি তাহারে সম্ভাষি। আমার আরতি, দেখিয়া আয়ান মুখে কাপড় দিয়া হাসি।। বন্ধুয়ার ভরমে, আয়ানের সনে, মনের কথাটি কই। হাসিয়া হাসিয়া আয়ান বলে, মুঞ্চি তোমার বন্ধুয়া নই।। কালিয়া কালিয়া […] keyboard_arrow_right
  • জীউ জীউ মেরে মন-চোরা গোরা
    জীউ জীউ মেরে মন-চোরা গোরা। আপহি নাচত আপন রসে ভোরা।। ধু খোল করতার বাজে ঝিকি ঝিকিয়া। আনন্দে ভকত নাচে লিকি লিকিয়া।। পদ দুই চারি চলু নট নাটিয়া । থির নাহি হোয়ত আনন্দে মাতোয়ালিয়া।। ঐছন পহুঁকে যাহু বলিহারী। শাহ আকবর তেরে প্রেম ভিখারী।। keyboard_arrow_right
  • জীউ জীউ রে মেরে মন-চোর গোরা
    জীউ জীউ রে মেরে মন-চোর গোরা। আপহিঁ নাচত আপন রসে ভোরা।।ধ্রু।। খোল করতাল বাজে ঝিকি ঝিকিয়া। আনন্দে ভকত নাচে লিকি লিকিয়া।। পদ দুই চারি চলু খলত ঢলিয়া। থির নাহি হোয়ত আনন্দে মাতোলিয়া।। ঐছন পহুঁকে যাহু বলিহারী। সাহ আকবর তেরে প্রেম-ভিখারী।। keyboard_arrow_right
  • জীব না জীব না সোই জীবার নহো মুঞি
    জীব না জীব না সোই জীবার নহো মুঞি এ ছার পরাণ কার তরে। এত পরমাদে সই রাধার মনে আন নাই প্রাণ কাঁদে বিচ্ছেদের ডরে।। বিরহে বিদরে হিয়া একা নিশবদ হইয়া শুতিয়া রহিলুঁ মুঞি দিনে। স্বপনে বন্ধুর সনে মনের কথাটি কই ননদী দাঁড়াঞা তাহা শুনে।। ঘুমের আলিসে দুটি আঁখি মেলিতে নারি কালারূপ যাহাঁ তাহাঁ দেখি। আন […] keyboard_arrow_right
  • জীব ম’লে জীব যায় কোন্‌ সংসারে
    জীব ম’লে জীব যায় কোন্‌ সংসারে। ঈশ্বরের ঘরবাড়ি যদি হয় অসার ভুবনে।। রাম নারায়ণ গৌর হরি ঈশ্বর যদি গণ্য করি। তারা তবে গর্ভধারী এ সংসারে হয় কেনে।। যারে তারে ঈশ্বর বলা বুদ্ধি নাই তার অর্ধতোলা। ঈশ্বরের হয় যম-জ্বালা ভাবো কিসে তাই মনে ।। ত্রিজগতের মূলাধার সাঁই জন্মমৃত্যু তার কিছু নাই। সিরাজ সাঁই কয়, লালন রে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ