ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • তোরে মিনয় করি চরণ ধরি বৈলা দেগো রাই
    তোরে মিনয় করি চরণ ধরি বৈলা দেগো রাই হৃদয়ের ধন রতন মণি কোথায় গেলে পাই। আমি কি করিব কোথায় যাব হারা হয়েছি কানাই।। পশু পক্ষী বৃক্ষ লতা, জিজ্ঞাসা করি কানাইর কথা গো ওগো কেও বলেনা মনের কথা, কৈ গেলে প্রাণ জুড়াই। যার কাছে বসিয়ে কাঁদি, সে হৈয়া যায় আমারি যদি গো বুঝি কপালে লেখেছে বিধি, […] keyboard_arrow_right
  • তোহ জলধর সউ জলধর রাজ
    (ক) তোহ জলধর সউ জলধর রাজ। হমে চাতক জলবিন্দুক কাজ।। বরঞো পরান আসকএ তোর। সময় ন বরিসখি অসময় মোর।। জলদএ জলদ জীব মোর রাখ। দেলে সহস অবসহো লাখ।। জখনেক নিথিনিঞ তনু পার। তহিখনে বহু পিআসল আ্রর।। তুহও দেস তনু সেকর পান। তে অও সরাহি অনহো অমলান।। বৈভব গেলা রহত বিবেক। তেসন পুরুষ লাখে মাহ এক […] keyboard_arrow_right
  • তোঁহ প্রভু ত্রিভুবন নাথে
    তোঁহ প্রভু ত্রিভুবন নাথে। হে হর হর নিরদীস অনাথে।। করম ধরম তপ হীনে। পড়লহুঁ পাপ অধীনে।। বেড় ভাসল মাঝ ধারে। ভৈরব ধরু করুআরে।। সাগর সম দুখ ভারে। অবহু করিঅ প্রতিকারে।। ভনহি বিদ্যাপতি ভানে। সঙ্কট করিঅ তরানে।। keyboard_arrow_right
  • তোহর বচন অমিঅ ঐসন
    তোহর বচন অমিঅ ঐসন তেঁ মতি ভুললি মোরি। কতএ দেখল ভল মন্দ হোঅ সাধু ন ফাবএ চোরি।। সাজনি আবে কি বোলব আও। আগে গুনি জে কাজ ন করএ পাছে হো পচতাও।। অপনি হানি জে কুলক লাঘব কিছু ন গুনল তবে। মনে মনমথ বানহি লাগল আওব গমাওল হমে।। জতনে কত ন কে ন বেসাহএ গুঁজা কে […] keyboard_arrow_right
  • তোহরাঁ লাগি ধনি খিনি ভেলি তোহে বড় বোল ছড় কাহ্ন
    তোহরাঁ লাগি ধনি খিনি ভেলি তোহে বড় বোল ছড় কাহ্ন। রূপলোভ ভেল, দেহ দূর গেল, সে থির ছাড়ল ভাব। মাধব, সুন্দরি সমন্দ এ রোএ জদি তোহেঁ চঞ্চল সুনহ সকন ভএ অপনা ধন্ধ ন কোএ । আস দইএ পরপেঅসি আনলি কুলসঞো কুলমতি নরি।। সে ততবাহি গেলি, ডাইন সকল ভেল, দুহু হল হৃদয় বিচারি দূতী বোলইতে কাহ্ন […] keyboard_arrow_right
  • তোহরি বিরহ বেদনে বাউর
    তোহরি বিরহ বেদনে বাউর সুন্দর মাধব মোর। খনে অচেতন খনে সচেতন খনে নাম ধরু তোর।। রামা হে তু বড়ি কঠিন দেহ।। গুন অপগুন ন বুঝি তেজলি জগত-দুলহ নেহ।। তোহারি কহিনি কহইতে জাগয় সুতই দেখয় তোয়। এ ঘর বাহির ধৈরজ না ধর পথ নিরখয়ে রোয়।। কত পরবোধি ন মানে রহসি ন করে ভোজন পান। কাঠ মূরতি […] keyboard_arrow_right
  • তোহারি সঙ্কেত নিকুঞ্জে বসিয়া
    তোহারি সঙ্কেত নিকুঞ্জে বসিয়া কত করু পরলাপ। তুহিনপবনে বিরহবেদনে সঘনে হৃদয় কাঁপ।। পুরুব বাসক শয়ন সোঙরি রচই বিবিধ শেজ। সহচরীগণে করিয়া রোদনে দূরেহি সবহু তেজ।। কবহুঁ সুমুখী বিমুখ হইয়া মানিনী সমান রহে। যাহ যাহ কান না হেরি বয়ান সতত এমতি কহে।। কবহুঁ রোদন দশন বিথারি খল খল করি হাসে। দারুণ বিরহে ভৈ গেও বাউরি কহই […] keyboard_arrow_right
  • তোহারি সঙ্কেত-কুঞ্জে কুসুমশর
    তোহারি সঙ্কেত- কুঞ্জে কুসুমশর- পুঞ্জে রহল একসরিয়া। তনু-মনে বিরহ দহনে ধনি দগধই প্রাণ-হরিণী যায় জরিয়া।। মাধব ধৈরজ গমন তোহারি। ও যেন লাখ কলপ করি মানই তলপ ভরয়ে দিঠি বারি।। তোহারি সন্দেশ- আশে ধনি কুলবতি খোয়ল কুল তনু-কাঁতি। নিকরুণ মদন বেদন নাহি জানই হানই খরশর-পাঁতি।। পরাণ প্রেম আশ-গুণে বান্ধল ভাষ না নিকসই বদনে। ভণে যদুনন্দন সো […] keyboard_arrow_right
  • তোহারি সম্বাদে আনলু মাধব
    তোহারি সম্বাদে আনলু মাধব মোহন যমুনা তীর। এক কলাবতী লাগি পায়ল ধরল মাধব চীর।। করে কর ধরি ভুজ লতা বেড়ি লৈ গেল আপন গেহ। সহজে ভ্রমর মধুতে মাতল ছোড়ল কমল নেহ।। সুন্দরি মন্দিরে কর অভিসার। অনেক যতনে রতন মিলল পথে ভেল বাটোয়ার।। তোহারি বচন কহলুঁ রে ধনি আর না পাওব কান। পন্থ নেহারি নিদ না […] keyboard_arrow_right
  • তোহী কোন বুঁধি দেল হে উমতা
    তোহী কোন বুঁধি দেল হে উমতা।। ললিতা ধাম তেজি বসধি মসানে। অমিয় নহি পিবথি করথি বিসপানে হে।। চানন নহি হিত বিভূতি ভূসনে হে। মনি নই ধরহ ফনী কওন ভূসনে হে।। হয় গজ রত তেজি বসহা পলানে হে। পলঙা নই সুতথি ও ভূমি সয়ানে হে।। ভনহি বিদ্যাপতি বিপরীত কাজে হে। অপনই ভিখারী সেবক দীয় রাজে হে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ