ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দূরে গেল যত বিরহবাধা
    দূরে গেল যত বিরহবাধা। অমিয়াসাগরে ডুবল রাধা।। কি কহব সখি তোহারি ঠাম। বিপরীত সব কয়লুঁ হাম।। ধৈরজ সরম রহল দূর। তার মনোরথ করিলুঁ পূর।। সে দিলে আমারে জীবনদান। তেঞি সে রাখিলুঁ তাহার মান।। অনন্ত কহয়ে শুন হে সখি। এ কথা শুনিলে সবাই সুখী।। keyboard_arrow_right
  • দৃঢ় অনুমানি কহই সব সহচরি
    দৃঢ় অনুমানি কহই সব সহচরি নাগর রসময় দেহ। কৈছনে সো অব মধুপুর যাওব ছোড়ব ইহ নব লেহ।। সুন্দরি কি ফল এত অনুতাপ। তুহুঁ অবিচারে মরণ-পথ হেরলি শুনইতে অন্তর কাঁপ।। নাহ-বাহ ধরি আনি সুধাওব শুনি যদি কৈতব বাদ। সহচরি মেলি ঘেরি পহুঁ রাখব না ছোড়ব তিল আধ।। তুহু ভুজ-ভুজগ- পাশ করি বান্ধবি সাধবি মনসিজ কাজ। প্রেম […] keyboard_arrow_right
  • দৃমিকি দৃমিকি তাতা থৈয়া থৈয়া মাদল মৃদঙ্গ বাজে
    দৃমিকি দৃমিকি তাতা থৈয়া থৈয়া মাদল মৃদঙ্গ বাজে। চৌদিগে গোপিনী মঙ্গল গাওত মাঝে শ্যাম নগর সাজে।। রবাব দোতারা, বাজে স্বপ্তস্বরা, সুঘন রমণী হাতে। মরুজা মন্দিরা ডম্ফখঞ্জরি সুমেলি করিয়া তাথে।। কিশোরা কিশোরী নাচে ফিরি ফিরি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম। বলয়া কিঙ্কিনি করে রণরণি রাই নাচে শ্যাম বাম।। দেই করতালি, বলে ভালি ভালি গাওত মধু রসাল। জ্ঞানদাস চিত […] keyboard_arrow_right
  • দেই দরশন অতি থোরি
    দেই দরশন অতি থোরি। তাকর সরবস লেয়লি চোরি।। এ ধনি রঙ্গিণি রাধে। বূরই সো দুখজলধি অগাধে।।ধ্রু।। তেজই উসসি নিশাস। কাঁপই ঘন ঘন ভণই ন ভাষ।। তহি তনু শীত বিথারি। জনু জ্বর করল অধিক অধিকারি।। মোহ-মূরছিত ছবি ছীন। তিলে তিলে হোত ধরণীতলে লীন।। নরহরি কহব কি রাই। ছোড়ি নিদয়পন মিলহ মাধাই।। keyboard_arrow_right
  • দেওয়ান কালাচাঁদ ও মোরে দেও আসে আছান
    দেওয়ান কালাচাঁদ ও মোরে দেও আসে আছান, তাই পাগলা কানাই ভেবে বসে রে সামনে দেখি রে বিষম তুফান। ও তোর নামের মহিমা আল্লা কোরানে শুনি, ও দেশ বিদেশে ফিরি ও তোর নামের জোরে ও সবে বলে সেই কালার নামে আগুন হয় পানি। ও ভক্তের ভগবান রে আল্লা ও কাঙালের কাণ্ডার, ও যে জন হও রে […] keyboard_arrow_right
  • দেখ সই কালিন্দী কিনারে শ্যামরায়
    দেখ সই কালিন্দী কিনারে শ্যামরায়। ধু কাঁখে গাগরী করি যমুনাতে জল ভরি নীল বসন গোরা গায়। কালিন্দীর জলে কালা সিনান কৈরাছে ভালা কায়া-রূপ জলেতে মিশায়। আগর চন্দন গায় সোনার পাঞ্জনী পায় গীত গাহে বাঁশীটি বাজায়। শুনিয়া মুরারি গীত প্রাণি মোর নহে স্থিত নিত্য মন বৃন্দাবনে ধায়। সৈয়দ মর্তুজা কহে গোপাল অখিল হল রাধা সঙ্গে গোপী […] keyboard_arrow_right
  • দেখ অপরূপ গৌরচরিত
    দেখ অপরূপ গৌরচরিত কে তাহে উপমা দিবে। প্রেমে ছল-ছল নয়ানযুগল ভকতি যাচয়ে জীবে।। মেরু জিনি অঙ্গ গমন মাতঙ্গ রূপ জিনি কোটি কাম। এ জানি কি ভাবে আপাদমস্তক পুলকে জপয়ে শ্যাম।। গৌরবরণ সুধাময় তনু কিরণ ঠামহি ঠাম। ভক্ত হেরি হেরি সবে দয়া করি যাচত হরির নাম।। গোবিন্দদাসক চীত উনমত দেখিয়া ও মুখচাঁদে। মায়ের স্তন ছাড়ি দুধের […] keyboard_arrow_right
  • দেখ অপরূপ চৈতন্যহাট
    দেখ অপরূপ চৈতন্যহাট। কুলের কামিনী কয়য়ে নাট।। হাট বসাওল নিতাই বীর। কাহুঁক চরণ কাহুঁক শীর।। অবনী কম্পিত নিতাইভরে। ভাইয়া ভাইয়া বলে গভীর স্বরে।। গৌর বলিতে সৌর হীন। প্রেমে না জানে রজনী দিন।। এ বড় মরমে রহল শেল। নিতাই না ভজি বিফল ভেল।। কহয়ে মাধব শুন রে ভাই। নিতাই ভজিলে গৌরাঙ্গ পাই।। keyboard_arrow_right
  • দেখ আসি ভারতবাসী প্রেম অগ্নি লাগিয়াছে
    দেখ আসি ভারতবাসী প্রেম অগ্নি লাগিয়াছে গায় হায় রে হায়। মাইল মাইল গো প্রাণে মাইল বন্ধুয়ায়। আর প্রেমের আনল, না হয় শীতল, ঢালিয়া দিলে জল, করে ধাকধাকি কেবল হায় হায় হায়, হায়রে দিবানিশি কান্দি বসি এ দেশে দরদি নাই, হায়রে হায়, মাইল মাইল গো প্রাণে মাইল বন্ধুয়ায়। আর প্রেম সর্প আসিয়া দেখ অঙ্গে মাইল নেশ, […] keyboard_arrow_right
  • দেখ গোরা-রঙ্গ সই দেখ গোরা-রঙ্গ
    দেখ গোরা-রঙ্গ সই দেখ গোরা-রঙ্গ। নদীয়ানগরে যায় কনয়া অনঙ্গ।। হেমমণি দরপণ জিনিয়া লাবণি। অরুণ চরণে আলো করিল অবনী।। পূর্ণিমাচাঁদের ঘটা ধরিয়াছে মুখ। ছটায় গগন আলো দিয়া নারীসুখ।। ভুরু ধনু আঁখি বাণ বঙ্কিম সন্ধান। বরজ মদন হেন সকল বন্ধান।। জানুবিলম্বিত বাহু পরিসর বুক। দরশনে কে না পায় পরশন সুখ।। গতি মত্ত গজপতি জিনি কমনিয়া। মজিল তরুণী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ