দেখ চাইয়া তোর দেহার মাঝে বিরাজ করে কোন জনায়। ধু ঢাকায় সহরে রঙ্গ বাজারে, সদায় আনন্দ করে। ধরিতে না পারি গো তারে লামের ঘরে প্রেম খেলায়।। লামের ঘরে লক্ষ্মীপতি, দেখ চাইয়া গো প্রাণদূতী, বিনা তেলে জ্বলে গো বাতি, আশিক দলের রঙ্গ চায়।। দেহার বিচার করছে যারা, মনের মানুষ পাইছে তারা। কহেন ছাবাল আকবর আলী সাকারে […]
keyboard_arrow_right