ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নব হরি তিলক বৈরী সখ যামিনী
    নব হরি তিলক বৈরী সখ যামিনী কামিনী কোমল কান্তি। জমুনা জনক তনয় রিপু ঘরনী সোদর সুঅ কর সাতি।। মাধব তুঅ গুনে লুবধলি রমনী। অনুদিনে খীন তনু দনুজ দমন ধনী ভবনুহু বাহন গমনী।। দাহিন হরিতহ পাব পরাভব এত সবে সহ তুঅ লাগী। বেরি এক সর সাগর শুনি খাইতি বধক হোয়ব তোহেঁ ভাগী।। সারঙ্গ সাদ বিসাদ বঢ়াবয় […] keyboard_arrow_right
  • নব-নীরদ-নীল সুঠান তনু
    নব-নীরদ-নীল সুঠান তনু। ঝলমল ও মুখ চান্দ জনু।। শিরে কুঞ্চিত কুন্তল-বন্ধ ঝুটা। ভালে শোভিত গোময়-চিত্র ফোঁটা।। অধরোজ্জ্বল রঙ্গিম বিন্দু জিনি। গলে শোভিত মোতিম্-হার-মণি।। ভুজ লম্বিত অঙ্গদ মণ্ডনয়া। নখ চন্দ্রক গর্ব্ব-বিখণ্ডনয়া।। হিয়ে হার রুরু-নখ রত্ন জড়া। কটি কিঙ্কিণি ঘাঁঘর তাহে মড়া।। পদ-নূপুর বঙ্করাজ সুশোভে। থল-পঙ্কজ-বিভ্রমে ভৃঙ্গ লোভে।। ব্রজ বালক মাখন লেই করে। সভে খায়ত দেয়ত শ্যাম-অধরে।। […] keyboard_arrow_right
  • নবঘন বরণ উজোর
    নবঘন বরণ উজোর। হেরি লুবধ মন মোর।। তুয়া রস পাওব আশে। মাধবিলতা পরকাশে।। তোহারি পাণি যব পাব। গিরি যুগ আনল নিভাব।। নিতম্বে মিলব যব পাণি। তব পরকাশই অম্বর জানি।। গোপাল দাসের চিতে ধন্দ। ভাবই সামরূচন্দ।। keyboard_arrow_right
  • নবজলধরতনু থীর বিজুরী জনু
    নবজলধরতনু থীর বিজুরী জনু পীত বসন বনি তায়। চূড়াপরে শিখিদল বেড়িয়া মালতীমাল সৌরভে মধুকর ধায়।। শ্যামরূপ জাগয়ে মরমে। পাসরিব মনে করি যতনে ভুলিতে নারি ঘুচাইল কুলের ধরমে ।।ধ্রু।। কিবা সেই মুখশশী উগারে অমিয়ারাশি আঁখি মোর মজিল তাহায়। গুরুজনভয়ে যদি ধৈরজ ধরিতে চাহি দ্বিগুণ আগুণ উপজায়।। এ তিন ভুবনে যত রসসুধানিধি কত শ্যাম আগে নিছিয়া পেলিয়ে। […] keyboard_arrow_right
  • নবনটবর কিশোর রায়
    নবনটবর কিশোর রায় রহি রহি রহি যায় রে। হেরি হেরি হেরি বেরি বেরি বেরি চমকি চমকি চায় রে।। নয়নে নয়নে ঈষৎ হাস ঈষৎ ঈষৎ ঈষৎ ভাষ মিলিয়া যেমন তড়িত পুঞ্জ জলধরে লুকায় রে।। নাচিতে নাচিতে থমকি থমকি রহিয়া চলিয়া যায় রে। কোটি অলকা তিলক চাঁদ সোনার কলিকা ভায় রে।। keyboard_arrow_right
  • নবিন কিশলয় ফুটল ফুল চয়
    নবিন কিশলয় ফুটল ফুল চয় পাতি বিবিধ বিধান। যৈছে খির সর তৈছে শেজ কর কুসুম কুল উপাধান। সখি হে স্বরূপে কহলমু তোয়। ঐছে সাজাহ বাস গৃহ জনু নিরখি হরি-সুখ হোয়।।ধ্রু।। চারু চম্পক- কুসুম-হারক গন্ধ মালতি-মাল। খপুর কর্পূর পাণ সুমধুর পুরিঞা কাঞ্চন-থাল।। করহ সব তুহুঁ জাগি রহলহুঁ পিয়াক পন্থ নিহার। কহে মনোহর কুঞ্জ-কাননে মিলব নন্দ-কুমার।। keyboard_arrow_right
  • নবীন কালিয়ার রূপ দেখ গো আসিয়া
    নবীন কালিয়ার রূপ দেখ গো আসিয়া। দেখ গো আসিয়া সখি দেখ গো আসিয়া।। গেছিলাম যমুনার জলে কলসী লইয়া। দু নয়ান জলে নিল আমার কলসী ভাসাইয়া।। যে যাইব জলের ঘাটে নতুন যৌবন লইয়া। ঐ বন্দের চরণে দিব কুল মান সপিয়া।। আবলু হুছনে বলে সেরূপ না পাইয়া। নয়ানের পলক বাদী দেখিলাম ভাবিয়া।। keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরী
    নবীন কিশোরী মেঘের বিজুরী চমকি চলিয়া গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদয় ভেল।। সই দেখি নাই হেন নারী। ভঙ্গিম রঙ্গিম ঘন সে চাহনি গলে যে মোতিম হারি।। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে ঝঙ্কার করয়ে যাই। অঙ্গের বসন ঘুচায় কখন কখন ঝাঁপয়ে তাই।। মনের সহিতে মরম কৌতুকে সখীর কান্ধেতে বাহু। হাসির চাহনি দেখাল কামিনী পরাণ হারানু […] keyboard_arrow_right
  • নবীন যুবতী না লো গগনের শশী
    নবীন যুবতী না লো গগনের শশী, ওরে লাগাইলায় অবলার গলে প্রেম রসির ফাঁসি, লো নবীন যুবতী। ধু যুবতী লো প্রথমে পিরিতি হইল দুহার নয়নে, একেতে দ্বিগুণ হইল মুখের জবানে। সে হনে পিরিতের শেল লাগিয়াছে দিলে, হায়রে তুষের অনল যেমন ঘইয়া ঘইয়া জ্বলে।। যুবতী লো ভ্রমরা ফুলের জন্যে করে অন্বেষণ, সেরূপে চিত্তেতে আমার করে যে ভ্রমণ। […] keyboard_arrow_right
  • নমঃ নমঃ নমঃ প্রভু নমঃ নারায়ণ
    নমঃ নমঃ নমঃ প্রভু নমঃ নারায়ণ। রক্ষাকর ভজিলুম রাঙ্গা শ্রীচরণ।। ধু তন্ত্র মন্ত্র দেবারাধ্য, সেবা শান্তিযোগে বাধ্য। এক নাম বিনে সব অকারণ। তুমিত সতত সঙ্গে, খেলিতেছ রঙ্গে ঢঙ্গে, অদর্শন ভাবিতেছি হৃদয়ে নাই নয়ন।। উদ্ধার সঙ্কট ত্যজি, তোমা রাঙ্গা পদে ভজি, গান রচে হীন ফএজর রহমান। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ