ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নাচে পহুঁ কলধৌত গোরা
    নাচে পহুঁ কলধৌত গোরা। অবিরত পূর্ণকল মুখ বিধুমণ্ডল নিরবধি প্রেমরসে ভোরা।।ধ্রু।। অরুণ কমল না কি জিনি রাঙ্গা দুটী আঁখি ভ্রমরযুগল দুটিী তারা। সোনার ভূধরে যৈছে সুরনদী বহে তৈছে বুক বাহি পড়ে প্রেমধারা।। কেশরীর কটি জিনি তাহাতে কৌপীনখানি অরুণ বসন বহির্ব্বাস। গলায় দোনার মালা করিছে ভুবন আলা নাসা তিলকুসুম বিকাশ।। কনক মৃণালযুগ সুবলিত দুটী ভুজ করযুগ […] keyboard_arrow_right
  • নাচে পহুঁ নিত্যানন্দ ভুবন-আনন্দ-কন্দ
    নাচে পহুঁ নিত্যানন্দ ভুবন-আনন্দ-কন্দ বৃন্দাবন গুণ শুনিয়া। বাহু যুগ তুলি সঘনে বলে হরি চলত মোহন ভাতিয়া।। কিবা সে মাধুরী বচন-চাতুরী রহত গদাধর হেরিয়া। মাধব গৌরীদাস। মুকুন্দ শ্রীবাস গাওত সময় বুঝিয়া।। নাচে নিত্যানন্দ চান্দ রে। প্রেমে গদগদ চলে আধ পদ ধরিয়া গদাধর হাত রে।।ধ্রু।। ও চান্দ বদনে হাস ঘনে ঘনে অরুণ লোচন-ভঙ্গিয়া। কুসুম-হার হৃদি দোলত সুঘর […] keyboard_arrow_right
  • নাচে শচীনন্দন ভকতজীবন ধন
    নাচে শচীনন্দন ভকতজীবন ধন সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস বাসুঘোষ রায় রামানন্দ।। নিত্যানন্দ মুখ হেরি বোলে পহুঁ হরি হরি প্রেমায় ধরণী গড়ি যায়। প্রিয় গদাধর আসি প্রভার বাম পাশে বসি ঘন নরহরিমুখ চায়।। পহুঁ নাহি মেলে আঁখি কহে মোর কাঁহা সখী কাহাঁ পাব রাই দরশন। কহ কহ নরহরি আর সম্বরিতে নারি […] keyboard_arrow_right
  • নাচে শচীনন্দন দেখেন শ্রীসনাতন
    নাচে শচীনন্দন দেখেন শ্রীসনাতন গান করে স্বরূপ দামোদর। গায় রায় রামানন্দ মুকুন্দ মাধবানন্দ বাসুঘো গোবিন্দ শঙ্কর।। প্রভুর দক্ষিণ পাশে নাচে নরহরি দাসে বামে নাচে প্রিয় গদাধর। নাচিতে নাচিতে প্রভু আউলাইয়া পড়ে কভু ভাবাবেশে ধরে দোঁহার কর।। নিত্যানন্দমুখ হেরি বলে পহুঁ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ ডাকে উচ্চাস্বরে।। সোঙারি শ্রীবৃন্দাবন প্রাণ করে উচাটন পরশ করয়ে রায়ের করে।। […] keyboard_arrow_right
  • নানা খেলা খেল্যা শ্রমযুত হৈয়া
    নানা খেলা খেল্যা শ্রমযুত হৈয়া বসিলা তরুর মূলে। মলয় পবন বহয়ে সঘন শীতল যমুনা কূলে।। ছরমে ঘরমে আলসে বলাই শুইলা সুবল কোরে। কানাই দেখিয়া আকুল হইয়া পাদ সম্বাহন করে।। নবীন পল্লব লইয়া শ্রীদাম সঘনে করয়ে বায়। বসন ভিজাঞা যতনে আনিয়া মোছায় বলাইর গায়।। শ্রম দূরে গেল শীতল হইল বলরামের শ্রীঅঙ্গ। সব সখাগণ হরষিত মন শিবাই […] keyboard_arrow_right
  • নানান প্রকারে প্রভু মায়েরে সান্ত্বায়
    নানান প্রকারে প্রভু মায়েরে সান্ত্বায়। অদ্বৈতঘরণী সীতা শচীরে বুঝায়।। শচীর সহিত যত নদীয়ার লোক। সুদৃষ্টি মেলিয়া প্রভু জুড়াইল শোক।। শান্তিপুর ভরিয়া উঠিল হরিধ্বনি। অদ্বৈতের আঙ্গিনায় নাচে গৌরমণি।। প্রেমে টলমল করে স্থির নহে চিত। নিতাই ধরিয়া কাঁদে নিমাই পণ্ডিত।। অদ্বৈত পসারি বাহু ফিরে পাছে পাছে। আছাড় খাইয়া গোরা ভূমে পড়ে পাছে।। চৌদিকে ভকতগণ বোলে হরি হবি। […] keyboard_arrow_right
  • নানাবর্ণ রূপ ধরে বিষ্ণু চক্রপাণি
    নানাবর্ণ রূপ ধরে বিষ্ণু চক্রপাণি। তা দেখি মোহিত হৈল রাধা কমলিনী। ধু চামর জিনিয়া কেশ কপালে তিলক বেশ নব ইন্দু ললাটে জিনিছে। ইন্দ্র ধনু জিনি ভুরু প্রাতঃ সূর আঁখি চারু শুক চঞ্চু নাসা এ নিন্দিছে। মুখে পূর্ণশশী ক্ষীণ অধর বান্ধুলী পীন দন্তে বীজ দাড়িম্ব নিন্দিল। কণ্ঠ দেখি কম্বুধরে হ্রদ সিন্ধু সরোবরে যুগভুজে বাসুকী গঞ্জিল। সিংহ […] keyboard_arrow_right
  • নারীর এত মান ভাল নয় ও রাই কিশোরী
    নারীর এত মান ভাল নয় ও রাই কিশোরী। যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারী।। ধন্য তোর বুকের জোর কাঁদাও জগত ঈশ্বর ক’রে মান জারি, ইহার প্রতিশোধ না নিবেন কি সেই হরি।। তবে বুঝলাম দড় শ্যাম হতে মান বড় হ’লো তোমারি, থাকো থাকো রাই দেখবো সব ভারি ভূরি।। দেখছো কে কোথায় পুরুষকে নারীর পায় ধরায় […] keyboard_arrow_right
  • নারে নারে নারে নারে নারে নারে
    নারে নারে নারে, নারে নারে নারে, ও নারে নারে নারে। বসন্ত ফুল ফুটিয়াছে, এমন বসন্ত আইছে বন্ধে মোরে ভিন্ন বাসেরে।। কাল যদি গেল পলাইরে, বসন্ত ফুল ফুটিয়াছে, তুই বন্ধু দয়াময়, কেনে নিদারুণ হও অবলারে আসিয়া বোলাও রে।। আইস আইস পরাণপিয়া, তোলমোরে দেখাদিয়া বন্ধু বিনে কে আছে আবার রে। বন্ধু বন্ধু ডাকিয়া ফিরি আও রাধার ঘরে। […] keyboard_arrow_right
  • নাহ জাগাই চমকি ধনী বৈঠল
    নাহ জাগাই চমকি ধনী বৈঠল জানি রজনি অবশেষ। চন্দন অলক তিলক শিখিচন্দ্রক দেই বনাওল বেশ।। দুহুঁ দরশনে দুহুঁ ভোর। সিন্দূর কাজরে সাজি রাই মুখে চুম্বই নন্দকিশোর।। আদর সাধ রভস রস কৌতুকে দুহুঁ তনু যৌতুক দেল। যত যত বিপদ বিরহ-দুখ চিরদিন চপল সপন সম ভেল।। অরুণ উদয় হেরি নাগর নাগরি থরহরি কাঁপই দেহ। দীনবন্ধু ভণ তুরিতহিঁ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ