ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • নাহি উঠল তিরে সে ধনি রাই
    নাহি উঠল তিবে জসে ধনি রাই। মঝু মুখ সুন্দরি অবনত চাই।। এ সখি পেখল অপুরুব গোরি। বল করি চীত চোরায়ল মোরি।। একলি চললি ধনি হোই আগুআন। উমড়ি কহই সখি করহ পয়ান ।। কিএ ধনি রাগি বিরাগিনি হোয়। আস নিরাস দগধ তনু মোয়।। আস নিবাসদগধ তনু মোয়।। কৈসে মিলব হমে সে ধনি অবলা। চীত নয়ন মঝু […] keyboard_arrow_right
  • নাহি উঠল তিরে সে ধনি রাই
    নাহি উঠল তিরে সে ধনি রাই। মঝু মুখ সুন্দরি অবনত চাই।। এ সখি পেখল অপুরুব গোরি। বল করি চীত চোরায়ল মোরি।। একলি চললি ধনি হোই আগুআন। উমড়ি কহই সখি করহ পয়ান।। কিএ ধনি রাগি বিরাগিনি হোয়। আস নিরাস দগধ তনু মোয়।। কৈসে মিলব হমে সে ধনি অবলা। চীত নয়ন মঝু দুহু তাহে রহলা।। বিদ্যাপতি কহ […] keyboard_arrow_right
  • নাহি করব বর হর নিরমোহিয়া
    নাহি করব বর হর নিরমোহিয়া। বিত্তা ভরি তন বসন ন তিহ্নকা বঘছল কাঁখ তর রহিয়া।। বন বন ফিরথি মসান জগাবথি ঘর আঁগন ঊ বনৌলহ্নি কহিয়া। সাসু সসুর নহি ননদ জেঠৌনী জাএ বৈঠতি ধিয়া কেকরা ঠহিয়া।। বুঢ় বরদ ঢকঢোল গোল এক সস্পতি ভাঁগক ঝোরিয়া। ভনই বিদ্যাপতি সুনু হে মনাইন সিব সন দানি জগত কে কহিয়া।। keyboard_arrow_right
  • নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে
    নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে দয়ার ঠাকুর নাহি আর। কৃপাময় গুণ-নিধি সব-মনোরথ-সিধি পূর্ণ পূর্ণ তম অবতার।। রাম-আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারু না মারিলা মন-শুদ্ধি করিলা সভার।। করি কবলিত যত জীব সব মূরছিত নাহি আর মহৌষধি তন্ত্র। তনু অতি ক্ষীণ প্রাণী দেখি মৃত সঞ্জীবনী প্রকাশিলা […] keyboard_arrow_right
  • নিঅ মন্দির সয়ঁ পগ দুই চারি
    নিঅ মন্দির সয়ঁ পগ দুই চারি। ঘন ঘন বরিস মহী ভর বারি।। পথ পীছর বড় গরুঅ নিতম্ব খসু কত বেরী নহীঁ অবলম্ব।। বিজুরি-ছটা দরসাবএ মেঘ। উঠএ চাহ জল ধারক থেঘ।। এক গুন তিমির লাখ গুন ভেল। উতরহু দখিন ভান দুর গেল।। এ হরি জানি করিঅ মোয়ঁ রোস। আজুক বিলম্ব দইব দিঅ দোস।। keyboard_arrow_right
  • নিকুঞ্জ বিজই শ্যাম রাধিকার সাথে
    নিকুঞ্জ বিজই শ্যাম রাধিকার সাথে। রসের দীপিকা জ্বলে ললিতার হাথে।। আগে শ্যাম মাধে রাই গমন মাধুরি। তার পিছে দীপ হাতে ললিতা সুন্দরি আগমনে উত্তরিল যমুনার কুলে । নাসিকা মাতিয়া গেল নানা গন্ধ ফুলে ফুল তুলিবারে কৃষ্ণ তরু পানে চায়। সে ফুল পড়য়ে আসি রাধিকার পায়।। রাধার মনের মান ভাঙ্গিবার তরে। পথে ফুল বিছাইয়া দিলেন নাগরে […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ মন্দিরে শেজ বিছায়ই
    নিকুঞ্জ মন্দিরে শেজ বিছায়ই সঘনে কাঁপয়ে দেহ। নীল নিচোল সো তনু ঝাঁপল পবনে না রহে থেহ।। সুকুমারি কত না সহিবে দুখ। মন্দিরে রচিত তুলি পরিযঙ্ক তেজিয়া সে সব সুখ।। কপট কামুক পিরিতি লাগিয়া আয়ল সঙ্কেত গেহা। কোন কলাবতি সঞে বিলসয়ে তেজিয়া এ হেন নেহা।। এ ঘর বাহির করিতে কতই চমকিত হৈয়া চাহে। ঘন বসি উঠে […] keyboard_arrow_right
  • নিকুঞ্জের মাঝে রাধা কান।
    নিকুঞ্জের মাঝে রাধা কান। হিয়ায় হিয়ায় দোঁহার বয়ানে বয়ান।। ঘন ঘন চু্ম্বন ঘন রস-ভাষ। ঘন রসে মগন নাই পরকাশ।। ঘন আলিঙ্গন ঘন করু কোর। অতি রসে দুহুঁ জন ভেল বিভোর।। বিপরিত লাগি তহিঁ নাগর-রায়। ঐছনে রচতহি তাক উপায়।। বুঝি সুবদনি ধনি তাকর সুখ। ঐছন বচনে ভেল উনমুখ।। কহ শিবরাম পুরল অভিলাষ। চিরদিনে বিপরিত করয়ে বিলাস। keyboard_arrow_right
  • নিগূঢ় লীলা রসিক জানে
    নিগূঢ় লীলা রসিক জানে, সে যে অধিকারী হয় ভজনে।। অবতারে হয় কাণ্ডারী জীবের নিস্তার কারণে।। দয়া কর নিমাই-রূপী, আর আছে হজরত নবী, নিমাই-হজরত একে ভিন্ন ছবি, সাঁই একা একেশ্বর। কাহে হিন্দু কাহে মোছলমান মিলজল হও, মন, সাঁই-সেবনে।। কেহ পুরুষ, কেহ প্রকৃতি, সর্বঘটে সাঁইএর বসতি, করছে খেলা রস-রতি দেখি জগৎমর। এক দিকে হয় ব্রহ্মার সৃষ্টি, এক […] keyboard_arrow_right
  • নিজ গৃহ তেজি চলল ধনি বিরহিণি
    নিজ গৃহ তেজি চলল ধনি বিরহিণি দারুণ বিরহ হুতাশে। কালিন্দি পৈঠি পরাণ পরিতেজব এহি মরম অভিলাষে।। হরি হরি কি কহব তোহে দুখ ওর। ধাই সব সহচরি কাননে যাওল ললিতা লেওল কোর।। ঐছন বচন বৃন্দামুখে শুনইতে ভগবতি দ্রুত চলি গেলি। আপন কুঞ্জকুটির মাহা আনল সবহুঁ সখীগণ মেলি।। সরসিজ শেজে শুতায়ল সহচরি চৌদিশে রহু মুখ চাই। অনুকূল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ