ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • বাঁকা শ্যামেরে কৈও নয়ান ত্রিভঙ্গে
    বাঁকা শ্যামেরে কৈও নয়ান ত্রিভঙ্গে ভাঙ্গে কুলধনি মান। ধু নাশে জ্ঞানমূল কিসে জাতিকুল যাচি যৌবন কর দান। জগত নাশক অস্থির ঘাতক তুয়া কটাক্ষের শর। মুঞি সে অবলা কোমল সরলা সহিতে সঙ্কট বড়। হেরি প্রাণ হরে অর্ধ-মৃত্যু করে এমন বধক কোথা। বিষপানে মরি কহিতে না পারি শ্যামের চরিত্র কথা। অবলা বধিলে কিবা সুখ মিলে রসিক নাগর […] keyboard_arrow_right
  • বাজত তাল রবাব পাখোয়াজ
    বাজত তাল রবাব পাখোয়াজ নাচত যুগল কিশোর । অঙ্গ হেলাহেলি নয়ন ঢুলাঢুলি দুঁহু দোঁহা মুখ হেরি ভোর।। চৌদিগে সখি মেলি গাওত বাওত করহি করহি কর জোড়। নবঘন পরে জনু তড়িত লতাবলি দুহুঁ রূপ অধিক উজোর।। বীণা উপাঙ্গ মুরজ সরমণ্ডল বাজত থোরহি থোর। অনন্তদাসপহুঁ রাইমুখ নিরখই যৈছন চান্দ চকোর।। keyboard_arrow_right
  • বাজীকর বেশ করত বৃন্দাবন চান্দ
    বাজীকর বেশ করত বৃন্দাবন চান্দ। কণ্ঠে ছিদ্র কড়ির মাল জগমোহন ফান্দ।। বাহু দণ্ডে স্ফটিক মাল বাঁধন বহু ছান্দে। গিরি গৈরিক তনু লেপন ভার করল কান্ধে।। যুগল পাণি পাদমূলে লৌহাঙ্গদ বালা। কর্ণমূলে কিয়ে শঙ্খকুণ্ডল করু খেলা।। মল্লছান্দে পিন্ধল হরি জীর্ণ মলিন বাস। শিরে বান্ধল পাগ লটপটি শশিশেখর হাস।। keyboard_arrow_right
  • বাজে গিড়ি গিড়ি দিং দ্রাম্
    বাজে গিড়ি গিড়ি দিং দ্রাম্ দ্রাম দ্রিমি দ্রিমি কট্ দি দি দ্রাম্ উঘটত পটতাল মৃদঙ্গ রঙ্গ রভসমূল।।ধ্রু।। তা তা থোঙ্গি থোঙ্গি ধোঙ্গি ননন ঝিঝ্বি ননন ঝঙ্কৃত নব ঝনন ননন মনমথমন ভুল। হরষ পরশ সরস হাস নয়ন ছয়াল রতিবিলাস চঞ্চল পটঅঞ্চল মণি কুন্তলতেঁ ফূল।। তারকমণিহারক শশি তাহে ফুলমাল রভসে উলসি পুঞ্জ পুঞ্জ মঞ্জুল অতি গুঞ্জলি অলিকুল। […] keyboard_arrow_right
  • বাজে ঝনন ঝুনিয়া
    বাজে ঝনন ঝুনিয়া। মণির মেখলা কঙ্কণ বলয়া মঞ্জীর একুই হইয়া।। ঝুলে রাই শ্যাম শোভা অনুপাম জলদ-দামিনী জ্যোতি। তলে সখী তার উড়ু-পরিবার ইহ অপরূপ-ভাতি।। বিপঞ্চীর তাল মহতী মিশাল অনঙ্গ মুগধে ধায়। মঙ্গল মালব কেদার ভৈরব মল্লার মিশাই গায়।। মৃদঙ্গ মন্দিরা বীণা সপ্ত-স্বরা মুরজ করিয়া সাথী। বায়ে সখীগণ আনন্দিত মন দোঁহার প্রেমেতে মাতি।। ললিতা অবলা তরুণী তরলা […] keyboard_arrow_right
  • বাজে ধৃংনিং ধৃংনিং বাজে ধৃংনিং ধৃংনিং
    বাজে ধৃংনিং ধৃংনিং বাজে ধৃংনিং ধৃংনিং খটত্তা তাগর্‌ধো নাগর্‌ধো নাগর্‌ধো ধুক্কা ধুন্না যে।।ধ্রু।। বীণ উপাঙ্গ তাল সরমণ্ডল বাজত ডম্ফ রবাব যে। বাজে ধো দ্রিমি দ্রিমিধো তথৈ তথৈ তৎ তা থো থো বোল মৃদঙ্গ যে।। কনক কঙ্কণ কিঙ্কিণি কিনিকিনি ঝননন মঞ্জীর রাব যে। রাধাকর ধরি সুঘর শিরোমণি নাচত কহই প্রবন্ধ যে।। কবহুঁ তাল কহই নটশেখর কবহুঁ […] keyboard_arrow_right
  • বাট বিকট ফণিমালা
    বাট বিকট ফণিমালা। চউদিস বরিসএ জলধর জালা।। হে মাধব বাহু তরিএ নরি ভাগে। কতএ ভীতি জৌঁ দৃঢ় অনুরাগে।। বন ছলি একলি হরিনী। ব্যাধ কুসুম সরে পাউলি রজনী।। বিদ্যাপতি কবি ভানে। রূপনারায়ন নৃপ রস জানে।। keyboard_arrow_right
  • বাঢ়িক পানি কাঢ়ি জা জানি
    বাঢ়িক পানি কাঢ়ি জা জানি। ঠাম রহল গএ জে নিজ মানি।। অইসনহুঁ সুমুখি করহ তোহে রোস। পুরুসক কী দিঅ এতবাহিঁ দোস।। দহ দিসঁ ভমর করও মধুপান। থির ভএ চাহিঅ অপন গেয়ান।। জাতকি কেতকি মালতি সার। রমণী ভএ জদি করএ বিহার।। মধু লএ কে ঘর মধুপক সঙ্গ। থাবর গৌরব ই বড় রঙ্গ।। পর-অনুরাগ রাগে গেল মোহি। […] keyboard_arrow_right
  • বাত্তি জ্বালাইয়া দেখ শ্যাম
    বাত্তি জ্বালাইয়া দেখ শ্যাম, রাধার ঘরে করে কাম। কেহই বলে রাধার কানু, হাছন রাজায় বলে দিলারাম।। আন্ধাইর গুন্ধাইর হুড় হুড় করে, কেওরে নাহি সে যে ছাড়ে । প্রেমের উতালা হয়ে, লাগাইছে ধুমধাম।। প্রেমের বাতি জ্বালাইয়া, দেখ তারে নিরখিয়া। হৃদ মন্দিরে বিরাজ করে, হাছন রাজা ধরে নাম।। keyboard_arrow_right
  • বাথান হইতে নন্দ আসি আঙ্গিনায়
    বাথান হইতে নন্দ আসি আঙ্গিনায়। রামকৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে উভরায়।। ধাইয়া এল রামকৃষ্ণ নন্দের বচনে। নন্দ কহে চল আজি যাইব বাথানে।। রাম নেরে দোহনভাণ্ড কানু নে মোর বাধা। কর পূরে সব দিব যত আছে ক্ষুধা।। পায়ের বাধা খুলি নন্দ দিল কৃষ্ণ হাতে। ভকত বৎসল হরি তুলি নিল মাথে।। পিছে যায় রামকৃষ্ণ আগে নন্দরায়। কন্টক দেখিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ