ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • মধুর বৃন্দাবনে প্রেমে উলসিত
    মধুর বৃন্দাবনে প্রেমে উলসিত । তরু সব প্রফুল্লিত পুষ্প বিকশিত।। ভ্রমরা ভ্রমরী প্রেমে উচ্চরোল। মধুলোভে মাতিয়া করে তো কল্লোল।। ময়র ময়ূরী কত নাচত রঙ্গে। কোকিল কুহরে বহি প্রেম তরঙ্গে।। রতন সিংহাসনে কিশোর কিশোরী। শুকসারী করে গান আনন্দে বিভোরি।। … … … নরোত্তম দাস রহু দূ রহি দূরে।। keyboard_arrow_right
  • মধুর মধুর মধুর হাসি
    মধুর মধুর মধুর হাসি বদনে পুরত মোহন বাঁশী শুনি বেণু-রব আসি ধেনু সব রহল বদন হেরিঞা। জলদ শবদ ভরম ভোর পিব পিব পিব চাতকি বোল ময়ূর ময়ূরী উভ পুচ্ছ করি চৌদিগে নাচত ঘেরিঞা।। হরিণী তেজিঞা হরিণ-সঙ্গ বিপুল পুলকে ভরল অঙ্গ ছুটত খেলত হিলত দোলত নিকটে নাচত আসিঞা। শুনিঞা বাঁশীর মধুর গান মৃততরু পাঞা জীবন দান […] keyboard_arrow_right
  • মধুর মুরড়ি ধ্বনি শুনিতে সুস্বর
    মধুর মুরড়ি ধ্বনি শুনিতে সুস্বর। ভুবন মোহন রূপ চলহ মথুর।। ধু কি রঙ্গ দেখিলাম রে সই যমুনার কূলে। পুলকিয়া উঠে প্রাণ ছটফট করে।। কালিয়ার নাচনি চাইতে প্রাণি নিলহরি। ঝামরুঝামরু নাচে আপনা পাসরি।। মোহাম্মদ হানিফে কহে কি রঙ্গ দেখিলুম। মেঘেরে চলিআ যাইতে নিরক্ষি চাহিলুম।। keyboard_arrow_right
  • মধুরিপুরদ্য বসন্তে
    মধুরিপুরদ্য বসন্তে। খেলতি গোকুল- যুবতিভিরুজ্জ্বল- পুষ্প-সুগন্ধি-দিগন্তে।।ধ্রু।। প্রেম-করম্বিত- রাধা-চুম্বিত- মুখ-বিদুরুৎসবশালী। ধৃত-চন্দ্রাবলী চারু-করাঙ্গুলি- রিহ নব-চম্বক-মালী।। নব-শশিরেখা লিখিত-বিশাখা- তনুরথ ললিতা-সঙ্গী। শ্যামলয়াঞ্চিত- বাহুরুদঞ্চিত- পদ্মা-বিভ্রম-রঙ্গী।। ভদ্রা-লম্বিত- শৈব্যোদীরিত- রক্ত-রজোভরধারী। পশ্য সনাতন- মূর্ত্তিরয়ং ঘন- বৃন্দাবন-রুচিকারী।। keyboard_arrow_right
  • মন মজিল শ্যাম কালার পিরীতে মন মজিল
    মন মজিল শ্যাম কালার পিরীতে মন মজিল। ধু হায় গো দেখা দিয়া সুনার বন্ধে কি মন্ত্রণা দিল। কি যাদু করিল মোরে, আমি রইতে না পারি ঘরে। ফুল পাইয়া ভমর যেমন পাগল হইল। এমন মত কৈল মোরে, আমি কইনা কথা লোকের ডরে। হায় গো প্রেম বিচ্ছেদের ছুরি বন্ধে বুকেতে মারিল । ছাবাল আকবর আলী বলে প্রেমানলে […] keyboard_arrow_right
  • মন আমার গেল জানা
    মন আমার গেল জানা, কারো রবে না, এ ধন জীবন যৌবন তবে রে মন তোর এতই বাসনা। সবুরেরি দেশে রয়, দেখি দম-কসে উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা।। যে করিবে কালার চরণেরি আশা, তুমি জান না রে তার ও কি দুর্দশা। ও সে ভক্ত বলিরাজা ছিল রাজ্যেশ্বর বামন রূপে প্রভু করে ছলনা।। কর্ণরাজা ভবে বড় ভক্ত […] keyboard_arrow_right
  • মন গহন কাননে বাজে মোহন বাঁশী
    মন, গহন কাননে বাজে মোহন বাঁশী। যে শুনে সেই বাঁশীর তান, হ’য়ে যায় উদাসী। তানেতে লহরী ধ্বনি, উদাস করে পরশ মণি, সদায় দিছে হাত ছানি,মথুরা উল্লাসী। প্রতি স্বরে সুধার ধারা, হাওয়ায় খেলে প্রেম ফোয়ারা, বৃন্দাবনে মাতোয়ারা, হস্তে মোহন বাঁশী। সে যে থাকে ঐ বাঁশীর পানে, পরশ দৃশ্যে হরষ মনে, ঘষিলে পরশের মনে, উদয় হয় সন্যাসী। […] keyboard_arrow_right
  • মন জানো সেই রাগের করণ
    মন জানো সেই রাগের করণ। যাতে কৃষ্ণ বরণ হল গৌর বরণ।। শত-কোটি গোপীর সংগে, কৃষ্ণ-প্রেম রস রঙ্গে সে যে টলের কার্য নয় অটল না বলায় সে আর কেমন।। রাধাতে কিভাব কৃষ্ণেরো কি ভাবে রস গোপী তারো সে ভাব না জেনে সে সংগ কেমনে পাবে কোন জন।। শুভ্র রসে উপাসনা না জানিলে রসিক হয় না লালন […] keyboard_arrow_right
  • মন পরবস ভেল পরদেশ নাহ
    মন পরবস ভেল পরদেশ নাহ। দেখি নিসাকর তন উঠ দাহ।। মদন বেদন দে মানস অন্ত। কাহি কহব দুখ পরদেস কন্ত।। সুমরি সনেহ গেহ নহি ভাব। দারুন দাদুর কোকিল রাব।। সুমরি সুমরি খসু নীবিবন্ধ আজ। বড় মনোরথ ঘর পহু ন সমাজ।। ভনই বিদ্যাপতি সুনু পরমান।। বুঝ নৃপ রাঘব নব পচবান।। keyboard_arrow_right
  • মন বাহুলে কয় বেভুলে সদায়
    মন বাহুলে কয় বেভুলে সদায়। এ রূপ যৌবনে দেখা হয় কি না হয়। ধু সদায় পাগেলা মনে রে বাহুলের মতি। কানুর সঙ্গে বিবাদ করি ঘটাইলাম দুর্গতি।। রাধা কানু এক ঘরে কেহ নহে ভিন। রাধার নামে বাদাম দিয়া চালায় রাত্র দিন।। কানু রাধা একঘরে সদায় করে বাস। চলিয়া যাইবা নিষ্ঠুর রাধা কানু হইবা নাশ।। রাধা কেবা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ