ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • মুরছল সহচরি মুরছল গোরি
    মুরছল সহচরি মুরছল গোরি। কো পরবোধব সবহুঁ বিভোরি।। তুরিতে মিলল তাহাঁ নন্দকুমার। সবহুঁ গোপীগণ নয়নে নেহার।। চেতন পাই উঠয়ে সচকীত। পাওল জীবন ভেল সম্বীত।। পুন না দেখিয়া রাই আকুল ভেল। ইহ যদুনন্দন হৃদি মাহা শেল।। keyboard_arrow_right
  • মুরছিত রাই হেরি সব সখিগণ
    মুরছিত রাই হেরি সব সখিগণ হোয়ল বিকল পরাণ। ঊর পর কত শত কর-ঘাত হানই নীঝরে ঝরয়ে নয়ান।। হরি হরি কিয়ে আজু দৈবক খেলি। রাইক শ্রবণে শ্যাম দুই আখর উচ-সরে সবজন কেলি।। বহুখনে চেতন পাই সুধামুখি কাতরে চৌদিশে চাহ। বেঢ়ি সব সহচরি করয়ে আশ্বাসন কানু কহে যবে পুর মাহ।। তুরিতহিঁ সঙ্কেত-কুঞ্জে তোহে মীলব হোয়ব অধিক উলাস। […] keyboard_arrow_right
  • মুরতি দামিনী মদন কামিনী
    মুরতি দামিনী মদন কামিনী বদন যামিনীকান্ত রে। (তছু) চিবুকে মৃগমদ বিন্দু ছন্দহি হামারি করু জীবনান্ত রে।। নাসা মোতিম যৈছে তিল ফুল ঝুলত অমিয়াক বিন্দু রে। দিঠি বঙ্কিম ভঙ্গিম হেরত রঙ্গিম অনঙ্গক সিন্ধু রে।। গণ্ডমণ্ডল দোলত কুন্তল হামারি জিউ তছু সঙ্গে রে।। শ্যামা ভামিনী ভুজগ কামিনী নিন্দি ভাঙ বিভঙ্গে রে।। সুন্দর সিন্দূর বিন্দুকো রহি উজর বেণী […] keyboard_arrow_right
  • মুরলী খুরলী তরলি করলি
    মুরলী খুরলী তরলি করলি অবলি অবলা মোয়। সহিল নহিল পরাণে পশিল সকলি কহিল তোয়।। সুধার সরণি অজীব জীবনী সে মোর গরলে ভরা। বাদিয়া অনঙ্গ কালিয়া ভূজঙ্গ চালায়ে দিয়াছে পারা।। ধরমে করমে সরমে ভরমে মরমে ভেদিল জ্বালা। নয়নে বয়নে শ্রবণে ভবনে ভূবনে ভরিল কালা।। অলপ অক্ষর মরম অন্তর সকল গোকুল জানে। দুখের পুষণ মুখের ভূষণ শুনি […] keyboard_arrow_right
  • মুরলী শিখাও নাথ মুরলী শিখাও
    মুরলী শিখাও নাথ মুরলী শিখাও। কদম্বে হিলন দিয়ে যেমতি বাজাও।। মুরলী শিখিতে গৌরী বহু ধন লাগে। তুমিতো কুলের বধু ধন কোথা পাবে।। আমি তো রাজার ঝি বহুধন মিলে। মুরলী শিখিতে পারি কোন ধন দিলে।। আগেত শিখাও বাঁশী পিছু ধন দিব। শ্যাম কহে শেখ বাঁশী আগে ধন নিব।। মুরলী শিখিবে গৌরী বৈস তরুতলে। উভ করি বাঁধ […] keyboard_arrow_right
  • মুর্শিদবাণী সত্যজানি জপরে নাম নিরলে
    মুর্শিদবাণী সত্যজানি, জপরে নাম নিরলে, দমকলে, প্রাণবন্ধের কৃপা নি মিলে। ধু তিন তারে চালায়ে খবর, ছয় থানাতে নজর কর, পঞ্চঘরে হীরা লাল গাঁথুনী, কিরে হায় হায় হায়। ওগো বিন্দুবারি স্নান করি, রূপ-সিন্ধুর মিশ গে জলে। (দমকলে) জপ নাম শক্ত মনে, নিশিকাল অবসানে, দিন রজনী ঐ চরণের আশে, কিরে হায় হায় হায়, ওগো নিরানন্দে রাখে তোমায়, […] keyboard_arrow_right
  • মূক্তি আছে সুরধুনী কূলে বা কালিয়ার কানু
    মূক্তি আছে সুরধুনী কূলে বা কালিয়ার কানু মুক্তি আছে সুরধুনী কূলে। গঙ্গা ও যমুনার জল, তাতে সুধা নিরমল, কংস আছে তার পাটে বসি। কুলবধূ দেশওয়ালিনী, আনিতে যমুনারি পানি গেল ঠেকে যশোদা মন্দিরে। কংস হাতে নিয়ে বাঁশী, ফুঁকে তার হাসি হাসি, ভুলায় যত রমণীর মন। নন্দিনী রূপসী সনে, বেহার করে সখিগণে, ক্ষণে বসে তমালের তলে। ধন-মান-প্রাণ […] keyboard_arrow_right
  • মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে
    মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে। কেউ বলে শ্রীকৃষ্ণ মূল, কেউ বলে মূল ব্রহ্ম সে।। ব্রহ্ম ঈশ্বর দুই তো লেখা যায় সাধ্য যত উচানিচা কি তারো তো করিতে হয় সেও দিশে।। কোথা যাই কি বা করি বলে বেড়াই গোলে হরি লালন কয়, এক জানতে নারি তাইতে বেড়ায় মন ভেসে।। keyboard_arrow_right
  • মৃগনয়নী কি আরে ধনী চাঁদবদনী
    মৃগনয়নী কি আরে ধনী চাঁদবদনী।।ধ্রু।। রাজহংসী জিনি চলে সখী আশে পাশে। কনকের লতা যেন দুলিছে বাতাসে।। চলিতে চরণে কত পদ্ম পড়ি যায়। লাখে লাখে অলিরাজ চুম্বয়ে তায়।। হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্মগন্ধ গায়। পাদপদ্মে চাঁদের উদয় চকোর ভ্রমর ধায়।। চকোর ভ্রমর এক ঠাঁই দুঁহে লাগল দ্বন্দ্ব। ভ্রমর কহে কমল ফুটেছে চকর কহে চন্দ।। তড়িৎবরণী খঞ্জননয়নী […] keyboard_arrow_right
  • মৃগমদ চন্দন হারিদ কুঙ্কুম
    মৃগমদ চন্দন হারিদ কুঙ্কুম দেই গোয়ালিনি অঙ্গে। সিন্দূর দেই বদন নিরমঞ্ছই কবরি বনাওই রঙ্গে।। রোহিণি মঙ্গল করত সুঠান। ক্ষির সর ছেনা নবনি নব মোদক আঁচর ভরি করু দান।। ব্রজবধূ রাম- কদলি সম ঊরুযুগ মঙ্গলঘট কুচভার। গোকুল অখিল কলাবতী সম্পদ মঙ্গল করল বিথার।। নিজ পর ভেদ কোই নাহি জানত বিছুরল ধন জন গেহ। দীনবন্ধু ভণ হরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ