ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শিঙ্গা বেণু বেত্র বাধা কটিতে আঁটিয়া
    শিঙ্গা বেণু বেত্র বাধা কটিতে আঁটিয়া। সাজল রাখালরাজ সঙ্গে শিশু লৈয়া। শ্রীদাম ডাকিয়া বলে ভাইরে কানাই। এ সব রাখাল মাঝে বলাই দাদা নাই।। তুমি যদি বেণু পুরি ডাক এক বার। বড় মনে সাধ আছে ভাঙ্গি খাব তাল।। শ্রীদামের কথা শুনি হরষিত হৈয়া। হাসি পূরে বেণু দাদা বলাই বলিয়া।। ঘনরাম দাসের মন করে উচাটন। দাদারে বলাই […] keyboard_arrow_right
  • শিতল তছু অঙ্গ দেখি সঙ্গ-সুখ লালসে
    শিতল তছু অঙ্গ দেখি সঙ্গ-সুখ লালসে খোয়লুঁ কুল ধরম-গুণ নাশে। সোই যদি তেজল কি কাজ ইহ জীবনে আনহ সখি গরল করি গ্রাসে।। প্রাণ সঞে অধিক তুহুঁ রোয়সি রে কাহে সখি মরিলে হম করিহ ইহ কাজে। অনলে নহি দাহবি রে নীরে নহী ডারসি এ তনু ধরি রাখবি ব্রজ-মাঝে।। হমারি দোন বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি শ্যাম-রুচি-তরু […] keyboard_arrow_right
  • শিশিরক শীত সবহুঁ দূরে গেল
    শিশিরক শীত সবহুঁ দূরে গেল। বিরহক-অনল নিদাঘ সম ভেল।। দহই কলেবর শীতল পবনে। কো পাতিয়ায়ে ইহ সব বচনে।। জর জর অন্তর বিরহক ধূমে। জাগরে জাগি দূরে রহূঁ ঘূমে।। বচন কহই যব জনু পরলাপ। কহই না পারিয়ে যতহুঁ সন্তাপ।। কোই কহই তোহে রসময় কান। তুহুঁ সম কঠিন জগতে নাহি আন।। তোহারি বচনে আর নাহি পরতীত। কুলবতি […] keyboard_arrow_right
  • শিশুকালের ভালবাসা
    শিশুকালের ভালবাসা তোমরা বল কি। কিসের লাগ্যা ডর করিব বাপের ঘরের ঝি।। তোমারও তো কও কথা হৈয়া কুলনারী। আমার সাথে দেখি লোকে করে ঠারাঠারি।। চাউটা-নাউটা কত কথা কয় কত ঠাঞি। এমন কভু দেখি নাই শুন আগো মাই।। সব যুবতী মেলি মোরা গিয়াছিলাম জলে। চৌখের মাথা খায়্যা কেবা বৈলা দিল ঘরে।। লোচন বলে ডর কি হেইলো […] keyboard_arrow_right
  • শীতল চন্দনে নাহি কাজ
    শীতল চন্দনে নাহি কাজ। ফেল লঞা যমুনার মাঝ।। ময়ূরী ডাকয়ে অকারণে। ডাক যাঞা কৃষ্ণ সন্নিধানে।। ভ্রমর লাগিল মোর বাদে। বজর সমান করে নাদে।। পরিযঙ্ক শেজ নাহি চাই। কিশলয় বিছাই মিছাই।। কি কাজ কর্পূর তাম্বুলে। ফেল লঞা সরোবর জলে।। এত দুখ শশি কেনে দেয়। অকারণে প্রাণ কেনে নেয়।। মন্দ পবনে এত জ্বালা। বিষম হইল চিকণ কালা। […] keyboard_arrow_right
  • শীতলকর কর পরশহি মীঠ
    শীতলকর কর পরশহি মীঠ। যাহে হেরি নিরমল হোওত দীঠ।। এ হরি তোহারি তিলক নিরমাণে। হেরি নিশাপতি করি অনুমানে।।ধ্রু।। অতএ সে লোচন পুন পুন চাহ। ইথে জনি আন বুঝবি মন মাহ।। বিধিনিরমিত কছু কহন ন জাত। দিনপতি দরশনে দিঠি জরি জাত।। কহ ঘনশ্যাম দাস সুখ গোই। কহইতে আন আন জনি হোই।। keyboard_arrow_right
  • শুদ্ধ প্রেম না দিলে ভজে কে আর পায়
    শুদ্ধ প্রেম না দিলে ভজে কে আর পায়। ও সে না মানে আচার না মানে বিচার, প্রেমের রসে রসিক সে দয়াময়।। জান না মন শুষ্ক কাষ্ঠে কবে তার মালঞ্চ ফোটে, ওমনি প্রেম নাই যার ওমনি কষ্টে, সে নিজ সুখ সাধনা বলিদান দেয়।। সে প্রেমের প্রেমী যারা ফণী যেন মণিহারা, দেখলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ, […] keyboard_arrow_right
  • শুধু কি আল্লা ব’লে ডাকলে তারে
    শুধু কি আল্লা ব’লে ডাকলে তারে পাবি ওরে মন-পাগেলা। যে ভাবে আল্লাতালা বিষম লীলা ত্রিজগতে করছে খেলা।। কত জন জপে মালা তুলসী-তলা, হাতে ঝোলে মালার ঝোলা, আর কতজন হরি বলি মারে তালি, নেচে গেয়ে হয় মাতেলা।। কত জন হয় উদাসী, তীর্থবাসী, মক্কাতে দিয়াছে মেলা কেউ বা মসজিদে বসে তার উদ্দেশে সদায় করে আল্লা আল্লা।। স্বরূপে […] keyboard_arrow_right
  • শুধু নাম জপ নিরালা গো
    শুধু নাম জপ নিরালা গো, কালার নাম সার কর গলের মালা। ধু এগো কালার নামের আশে কাশে জীবন অন্ত বেলা।। সহজ ভজন প্রেমালিঙ্গন কালায় প্রকাশিলা। এগো রাধাকানু দুইজন কইলা প্রেম লীলা গো।। সবে বলে কানু কালা রাধা রূপবতী। এগো তবু না ছাড়ল রাধিকা কালার পিরীতি।। পাগল মিয়াধন বলে কালার নামটি স্মরি। এগো মৃত্যুপদে থাকে যে […] keyboard_arrow_right
  • শুন মাই রে কাহে লাগি এ প্রেম বারাইলা
    শুন মাই রে কাহে লাগি এ প্রেম বারাইলা। ঘরি এক বুলি বন্ধু গেলা মোর নখে কথ জুগ ভেলা। ধু চান্দ নন্দনে ন জুরাএ পিআ বিনে মোর মন (ন ?) ভা এ। এখেলা মন্দিরে বসি জাগি। পিআ বিনে মোর মনে (মনে ?) আগি। কহে তুফানদ্দিন এহি মানসে । পাইবা রসবতি মানসে। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ